কলকাতা: সল্টলেকের এসএসসি ভবনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। অ্যাকাডেমিক স্কোরে গরমিলের অভিযোগ। বেশি নাম্বার থাকা সত্ত্বেও নাম নেই লিস্টে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সঠিকভাবে আপলোড না হলে পর্ষদের পক্ষ থেকে ই-মেল করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতিও রাখা হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন: ডিউটি আওয়ার্সে বদল আনছে রেলমন্ত্রক
এক বিক্ষোভকারী জানান, ২০১৪ সালে এসএসসি আপার প্রাইমারি চাকরির ফর্ম ফিলাপ হয়। ২০১৫ সালে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা। পরের বছর, ২০১৬ সালে বের হয় রেজাল্ট। ওই বছরই ইন্টারভিউ এর জন্য আবেদন করেন তাঁরা। অভিযোগ, ইন্টারভিউ দেওয়ার পর প্যানেলে ছিল নাম। অনেক রকম সমস্যার কারণে কিছু নাম প্যানেল থেকে বাদ যায়। পরে সেই পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এরপর ২০২১ সালে অনলাইনে যে নামের লিস্ট আপলোড হয় তাতে দেখা যাচ্ছে বিভিন্ন চাকরি প্রার্থীদের নানান সমস্যা। আগে বলা হয়েছিল ই-মেল করা হবে। কিন্তু তাও করা হয়নি। ওই বিক্ষোভকারী জানিয়েছেন, গতকাল যে সমস্ত পরীক্ষার্থীদের সমস্যা দেখা দিয়েছে তাঁদের অফলাইন ভেরিফিকেশন করে সমস্যার সমাধান করতে হবে। সেই দাবিতেই তাঁদের এই বিক্ষোভ।