লখনউ: একই সিরিঞ্জ (Syringe) ব্যবহার করে একের পর এক রোগীকে ইঞ্জেকশন (Injection)। চিকিৎসকের (Doctor) এই কাণ্ডের জেরে এক শিশু এইচআইভি আক্রান্ত (HIV Affected) হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা (Etah) জেলাতে। খবরে প্রকাশ, আক্রান্ত মেয়েটির এক আত্মীয় এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, সেখানকার মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দেন। এই ঘটনা কোনও নতুন নয়, এরকমই হয়ে থাকে যোগীরাজ্যের হাসপাতালগুলিতে। মেয়েটির যখন এইচআইভি টেস্ট করা হয়, তার রেজাল্ট পজিটিভ (Positive Result) এসেছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ সূত্রে প্রাথমিক অবস্থায় কোনও কিছু জানানো হয়নি। এদিকে, উত্তরপ্রদেশে এই চরম গাফিলতির (Negligence) ঘটনায় বিভিন্ন মহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান এবং রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: Child Death: বিসি রায় শিশু হাসপাতালে ছয় শিশুর মৃত্যু
জানা গিয়েছে, এই খবর চাউর হওয়ার পর উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Uttar Pradesh Deputy Chief Minister Brajesh Pathak) গত শনিবার (৪ মার্চ) এটা জেলার রানি অবন্তী বাঈ লোধি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের (Rani Avanti Bai Lodhi Government Medical College) প্রিন্সিপালকে এই ঘটনায় জবাব তলব করেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, এক ডাক্তার একই সিরিঞ্জ দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দিয়েছেন জেনেশুনে। তার পরপরই একটি মেয়ে শিশুর এইচআইভি টেস্ট (HIV Test) করা হয় এবং সেই রেজাল্ট পজিটিভ এসেছে।
রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ঘটনা সত্যি প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসক (Accused Doctor) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ (Strict Actions) নেওয়া হবে। তিনি টুইট করে বলেছেন, “এটাকে মেডিক্যাল কলেজের এক চিকিৎসক একই সিরিঞ্জি দিয়ে একাধিক রোগীকে ইঞ্জেকশন দিয়েছেন এবং একটি শিশু এইচআইভি টেস্ট পজিটিভ এসেছে এই কারণে। এই ঘটনায় মেডিক্যাল কলেজেক প্রিন্সিপালের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
साथ ही किसी भी चिकित्सक के दोषी पाए जाने पर उसके विरुद्ध कठोर कार्यवाही की जाएगी।
— Brajesh Pathak (@brajeshpathakup) March 4, 2023
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া রিপোর্ট বলছে, শিশুটির বাবা শনিবার জেলা শাসক অঙ্কিত কুমার আগরওয়ালের (District Magistrate Ankit Kumar Agarwal) সঙ্গে দেখা করেছেন। মেয়েটির এক আত্মীয়ের দাবি, গত ২০ ফেব্রুয়ারি বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর, তার এইচআইভি টেস্ট পজিটিভ আসে, তারপর তাকে মাঝরাতে স্বাস্থ্য কর্মীরা (health workers) জোর করে বের করে দেয় হাসপাতাল থেকে।
জেলাশাসক জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকরাকি (Chief Medical Officer – CMO) তদন্তের বিষয়টি দেখছেন। এটার সিএমও উমেশ কুমার ত্রিপাঠী (Umesh Kumar Tripathi, CMO of Etah) বলেছেন, ঘটনাটির কথা তিনি শুনেছেন এবং জেলাশাসকের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে, বিস্তারিত রিপোর্ট জেলাশাসকের কাছে জমা দেওয়া হবে।