লখনউ: মঙ্গলবার সাতসকালে এনকাউন্টারে (Encounter) নিহত উত্তরপ্রদেশের এক দুষ্কৃতী মহম্মদ গুফরান (Gufran)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী (Uttar Pradesh Kaushambi) জেলায়। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং ডাকাতির একাধিক অভিযোগ ছিল। তাঁর নামে একাধিক অপরাধ মূলক মামলা থাকায় তাঁকে ওয়ান্টেড (Wanted Criminal) হিসেবে চিহ্নিত উত্তরপ্রদেশ পুলিশ। বহুদিন ধরে তার খোঁজ চালাছিল পুলিশ। এদিন ভোরে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে এনকাউন্টারে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশের সঙ্গে এনকাউন্টারে একজন ওয়ান্টেড অপরাধীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ইউপি পুলিশ জানিয়েছে, গুরফান যে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলায় গা ঢাকা দিয়ে দিয়ে ছিল তা সূত্র মারফত জানতে পেরেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে গুরফানের ডেরায় হানা দেয় টাস্কফোর্সের একটি দল। শেষে অভিযানে সাফল্য মেলে। মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশকে দেখে গুফরান পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে ঘিরে ফেলে। গুফরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুফরান দলটি পুলিশের মুখোমুখি হয় এবং গুলি চালায় যার পরে পুলিশ পাল্টা জবাব দেয় এবং পরবর্তী ক্রস ফায়ারিংয়ে তিনি গুলিবিদ্ধ হন এবং আহত হন। গুফরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। ভোর ৫টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থল থেকে গুফরানের বাইক এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: Fourth Pillar | পাটনায় বিরোধী দলের বৈঠক কি অশ্বডিম্ব প্রসব করল?
उत्तर प्रदेश के कौशांबी के मंझनपुर के समदा चीनी मिल के पास यूपी एसटीएफ के साथ मुठभेड़ में मो. गुफरान नाम का अपराधी मारा गया है। उस पर 1,25,000 रुपए का इनाम था: SP ब्रिजेश श्रीवास्तव, कौशांबी pic.twitter.com/YKpyU11pwl
— ANI_HindiNews (@AHindinews) June 27, 2023
পুলিশ সূত্রের খবর, গুফরানের বিরুদ্ধে প্রতাপগড় এবং উত্তর প্রদেশের অন্যান্য জেলায় খুন, খুনের চেষ্টা এবং ডাকাতিতে তাঁর নাম জড়িয়ে গিয়েছিল।১৩টিরও বেশি মামলায় অভিযুক্ত ছিল। একাধিক খুন, খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেরাছিল সে। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছিল। ইউপি পুলিশ তাঁকে ধরার জন্য গুফরানের মাথার দাম ধার্য করা হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার টাকা। যে এই অপরাধীকে ধরিয়ে দিতে পারবে অথবা সন্ধান দিতে পারবে তাকে এই পুরষ্কৃত করা হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে যোগী আদিত্যনাথ বসার পর থেকেই সে রাজ্যে প্রায় ১১ হাজার এনকাউন্টারের ঘটনা ঘটেছে। তাতে মোট ১৮৫ জন দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। এমন কি যোগীকে বলতে শোনা গিয়েছিল, মাফিয়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেব। মাফিয়াদের বিরুদ্ধে ‘জ়িরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে যোগী সরকার।