নয়াদিল্লি: বিরোধীদের মুখ বন্ধ করতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ বারবার উঠেছে। সংসদের ভিতরেও প্রাক্তন কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এবার সংসদের ভিতরে বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। প্রখ্যাত ‘শোলে’ সিনেমার গব্বর সিংয়ের ঢংয়ে বৃহস্পতিবার লোকসভায় লেখি বিরোধী এক এমপিকে বলেন, ‘…এক মিনিট, এক মিনিট, শান্ত হয়ে থাকুন, আপনার ঘরেও না ইডি এসে যায়।’
গতকাল লোকসভায় দিল্লি বিল নিয়ে আলোচনা চলছিল। পরে অবশ্য লোকসভায় দিল্লি বিল পাশ হয়ে যায়। আলোচনাকালে এক সাংসদকে চুপ করাতে মীনাক্ষী লেখির এই মন্তব্যকে ঘিরে বিরোধী দলগুলি নিন্দার ঝড় তুলেছে। তাদের অভিযোগ, বিরোধী এমপিদের সভায় দাঁড়িয়ে হুমকি দিয়েছেন বিজেপি এমপি। শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র ক্লাইড ক্র্যাস্টো বলেন, বিরোধীরা এতদিন যে সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ তুলত, লেখির মন্তব্য তাকেই প্রমাণ করল।
আরও পড়ুন: Daily Horoscopes | ৪ অগাস্ট, ভালো খবর পেতে পারেন যেসব রাশির ব্যক্তিরা
যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি লোকসভায় লেখির মন্তব্যটি বিরোধীদের প্রতি সতর্কবার্তা না হুমকি, এনিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখেল বলেন, লেখির বক্তব্য উদ্বেগজনক। সরকারের মন্ত্রীরাই এখন বিরোধী নেতাদের খোলাখুলি ধমকি দিচ্ছেন যে, তাঁদের বিরুদ্ধে ইডি লেলিয়ে দেওয়া হতে পারে। সংসদে মুখ খোলার অপরাধে হুমকি দেওয়া হচ্ছে। টুইটে গোখেল লিখেছেন, বিজেপির উদ্দেশ্য আর লুকোচাপা নেই। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতির এক নেতা বলেছেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।