কলকাতা: বাংলার দুর্গাপুজো উৎসব ইউনেস্কোর হেরিটেজ (Durga Puja UNESCO Heritage List) তালিকায় উঠতেই টুইটে রাজনৈতিক খোঁচা দিল তৃণমূল৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, ‘‘অমিত শাহ এবং বিজেপি, এদের জন্য আমার দু’মিনিটের নীরবতা’’৷ অভিষেকের নিশানায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই৷ বরং, অমিত শাহ এবং বিজেপিকে নিশানা করে তিনি লিখেছেন, ‘এদের জন্য আমার দু’মিনিটের নীরবতা রইল৷ কারণ, এরাই ২০২১ ভোটের আগে পরপর রাজনৈতিক ট্যুরে দাবি করে গেছেন যে, বাংলায় দুর্গাপুজো উৎসব পালন করা হয় না৷’’
Two minutes of silence for @AmitShah and all the tall leaders at @BJP4India who, during their pre-election political tours, HILARIOUSLY CLAIMED that DURGA PUJA IS NOT CELEBRATED IN WEST BENGAL.
Your BIGOTRY and HOAX has been BUSTED, you stand EXPOSED YET AGAIN! https://t.co/MvBpgq3eVj
— Abhishek Banerjee (@abhishekaitc) December 15, 2021
বুধবার সন্ধে বেলাতেই ইউনেস্কো টুইট করে জানায়, বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাদের হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে৷ ইউনেস্কো বলে, এটা কলকাতার আজ উৎসবের দিন৷ বাংলার দুর্গা পুজো উৎসবের যে মেজাজ, যে জৌলুস, যে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে থাকে তা, বাকি বিশ্বের কাছে যা নজির৷ তাই ইউনেস্কো ভারতকে তাদের টুইটে অভিনন্দন জানিয়েছে৷ বাংলার কাছে তো বটেই, বাকি দেশের কাছেও যা অত্যন্ত গর্বের৷ ইউনেস্কোর এই টুইটের পরেই একের পর এক টুইটে একের পর এক অভিনন্দন আসতে থাকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-দের থেকে৷ এমনকি, বিজেপির শীর্ষ নেতৃত্বের থেকেও৷ সম্ভবত, রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের এই সুযোগ ছাড়তে চাননি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অমিত শাহ এবং বিজেপিকে নিশানা করে তাঁর শ্লেষ, ‘‘আপনাদের ধর্মান্ধতা এবং অপপ্রচার আরও একবার পুরো ফাঁস হয়ে গেল৷’
The auspicious Durga Puja reflects India’s splendid cultural heritage and spirit of unity.
It is great to learn that this iconic festival has been inscribed on UNESCO’s #IntangibleHeritage list.
Every Indian is immensely proud. https://t.co/d0QM7g3wHo
— Amit Shah (@AmitShah) December 15, 2021
বাংলাকে বড়দিনের উপহার দিল ইউনেস্কো৷ আন্তর্জাতিক এই সংগঠনের হেরিটেজ তালিকায় স্থান পেল বাংলার দুর্গাপুজো ৷ বাঙালির উৎসব বলতে প্রথমেই মাথায় আসে দুর্গাপুজোর কথা৷ দুর্গাপুজোকে ঘিরে বাঙালির আবেগ, মাতামাতি এবং আনন্দের কোনও শেষ নেই৷ সেই উৎসবের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টেফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (UNESCO) নতুন ঘোষণা৷ ইউনেস্কোর হেরিটেজ তালিকায় স্থান পেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ বুধবার ইউনেস্কো ইন্ডিয়ার তরফে এই খুশির খবর দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, ইউনেস্কোর হেরিটেজ তালিকায় বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যের মর্যাদা পেল দুর্গাপুজো৷
? BREAKING
Durga Puja in Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list.
Congratulations #India ??! ?
ℹ️https://t.co/gkiPLq3P0F #LivingHeritage pic.twitter.com/pdQdcf33kT
— UNESCO ?️ #Education #Sciences #Culture ?? (@UNESCO) December 15, 2021
দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার দাবি অনেকদিনের৷ পশ্চিমবঙ্গ সরকার অনেকবার কেন্দ্রের কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় রাখার কথা বলেন৷ অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমা চেয়ে ইউনেস্কোর কাছে আবেদন করে ভারত সরকার৷ বিশ্ব জুড়ে এমন বহু আবেদন ইউনেস্কোর কাছে জমা পড়ে৷ সেই আবেদনগুলি খতিয়ে দেখতে ১৩ ডিসেম্বর প্যারিসে বিশেষ অধিবেশনে বসেন ইউনেস্কোর আধিকারিকরা৷ সেই সব আবেদন খতিয়ে দেখার পরই বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কো৷