কলকাতা: মোদি জমানায় দেশের অর্থনীতির প্রভূত উন্নতি হয়েছে। নতুন নতুন শিল্পও গড়ে উঠেছে। প্রায়শই এই দাবি করেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। কিন্তু এই তথ্য কতটা সঠিক? আদৌ কি দেশের বিকাশ হয়েছে না কি যতো দিন যাচ্ছে আরও পিছিয়ে পড়ছে মোদির ভারত। বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র রীতিমতো তথ্য দিয়ে তুলে ধরলেন দেশের অর্থনীতির কঙ্কালসার চেহারাটা।
বৃহস্পতিবার অমিত টুইটে দাবি করেন, মোদি জমানায় ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৩৫ হাজার শিল্পপতি দেশ ছেড়েছেন। শিল্পপতিদের দেশ ছাড়ার বিষয়ে ভারত শীর্ষ স্থান দখল করছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে সংসদে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিত। অর্থমন্ত্রীর বক্তব্য, শিল্পপতিদের দেশ ছাড়ার পিছনে এক অদৃশ্য ভয় কাজ করেছে। যাকে তিনি ‘ফিয়ার সাইকোসিস’ বলেছেন। জিএসটি-নোটবন্দি সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপ যে শিল্পপতিদের দেশ ছাড়ায় অন্যতম কারণ তা বলার অপেক্ষা রাখে না।
Sources of above Data : 1) In 2014-2018, 23,000 High Net worth entrepreneurs left India ( Morgan Stanley study) Worst in the World. 2) 7,000 left India in 2019 (AfrAsia Bank).
3) 5,000 left India in 2020.(GWM Review)— Dr Amit Mitra (@DrAmitMitra) October 21, 2021
আরও পড়ুন: ‘দেশ জবাব চাইছে’ বেকারত্ব নিয়ে মোদিকে টুইট খোঁচা অর্থমন্ত্রী অমিত মিত্রের
৩৫ হাজার শিল্পপতি দেশ ছাড়ার তথ্য কোথা থেকে পেয়েছেন সেই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছেন মমতার অর্থমন্ত্রী। অমিত মিত্র টুইটে লিখেছেন, মর্গ্যান-স্ট্যানলে স্টাডিতে উল্লেখ রয়েছে, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত ২৩ হাজার শিল্পপতি দেশ ছেড়েছেন। এএফআর-এশিয়া ব্যাঙ্ক ২০১৯ সালে দেশ ছেড়েছেন ৭ হাজার শিল্পপতি। জিএনএম রিভিউ অনুযায়ী ২০২০ সালে ৫ হাজার শিল্পপতি দেশ ছেড়েছেন। তাঁরা স্বেচ্ছায় দেশ ছেড়েছেন না কি পরিস্থিতির চাপে পড়ে দেশ ছেড়েছেন তা নিয়ে অবশ্য অমিত কিছু বলেননি।
তবে গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অমিত মিত্র। এর আগে সেপ্টেম্বরে বেকারত্ব নিয়ে মোদিকে টুইট খোঁচা দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত। টুইটে অমিত মিত্র অভিযোগ করেন, ২০২১ অগস্টে ভারতে ৩.৬ কোটি মানুষ চাকরিহীন? কোনও আয় নেই, জীবিকা নেই, আশা নেই! তবুও, আপনার ‘স্পিন ডাক্তাররা’ ৩ কোটি ৬০ লক্ষ ভারতবাসীকে পুনরুদ্ধারের বিভ্রান্তিকর তথ্য পেশ করে চলেছে৷’
আরও পড়ুন: মাথা পিছু আয় বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, টুইট অর্থমন্ত্রীর