বিহার: বিহারে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু (Under Construction Bridge)। গঙ্গা (Ganga) নদীর উপর ওই ব্রিজ বা সেতু তৈরি হচ্ছিল। ওই আগুবানিঘাট সুলতানগঞ্জ সেতু(Aguvanighat Sultangunje Bridge) খাগাড়িয়া (Khagaria) ও ভাগলপুর (Bhagalpur) জেলার মধ্যে সংযোগ স্থাপন করার কথা ছিল। রবিবার নির্মীয়মাণ ওই সেতুর আংশিক ভেঙে পড়ে। স্থানীয়রা তার ভিডিও তুলে রাখেন। যা ভাইরাল হয়েছে।
এদিকে এই সেতু ভাঙার কারণে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে বিহারে। সেতু ভাঙার দিকে আঙুল দেখিয়ে বিহারের বিরোধী দলনেতা (Leader of Opposition) বিজয়কুমার সিনহা নীতিশ কুমার (Nitish Kumar) সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, কমিশন চাওয়ার একটা ট্রাডিশন তৈরি হয়েছে। এটা সেই মানসিকতার কারণেই হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির জন্য হয়েছে। ২০২২ সালে সুলতানগঞ্জ ও খাগারিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য চার লেনের এই সেতু তৈরি হচ্ছিল। সুলতানগঞ্জের দিকে তা ভেঙে পড়ে। জানা গিয়েছে, ৩.১ কিলোমিটার লম্বা সেতু তৈরি করছিল এসপি সিংলা কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেড। ১৭১০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি হচ্ছিল। ভাগলপুর প্রশাসন জানিয়েছে, ১০০ ফুটের কাঠামো বৃষ্টি ও ঝড়ের জন্য ভেঙে পড়েছে। ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় রাস্তা নির্মাণ সংক্রান্ত মন্ত্রী নীতিন নবীন ওই নির্মাণকারী কোম্পানির থেকে বিস্তারিত জানতে চেয়েছেন।
আরও পড়ুন: Jagannath Snan Yatra 2023 | পুরীর মন্দিরে জগন্নাথের স্নানযাত্রা চলাকালীন মৃত্যু ভক্তের
এই সেতু ভাঙার ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই সেতু ভেঙে পড়া গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সেখানে নতুন সেতু ভেঙে পড়ে নদীর উপরে। তাতে অনেকের প্রাণ গিয়েছিল। ওডিশার বালেশ্বরে রেল দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে। তারই মধ্যে পূর্ব ভারতে আরও একটি দুর্ঘটনা। তবে এবার এখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি সেটাই রক্ষা।