কাবুল: কাবুলে আটকে পড়া সাধারণ মানুষদের উদ্ধার করতে গিয়ে ছিনতাই হয়ে গেল একটি বিমান। বিমানটি ইউক্রেনের। ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন রুশ সংবাদসংস্থা তাস-কে এই খবর জানিয়েছেন। তাঁর দাবি, বন্দুকবাজেরা কাবুল এয়ারপোর্ট থেকে বিমানটিকে ছিনতাই করে। এরপর বিমানটিকে নিয়ে যাওয়া হয় ইরানে। যদিও ইরান এবং ইউক্রেন দুই দেশই সরকারি ভাবে বিমান ছিনতাইয়ের খবর অস্বীকার করেছে।
গত রবিবারের ঘটনা। ইউক্রেনের একটি বিমান কাবুল পৌঁছয়। উদ্ধারকারী বিমানটিকে সে সময় বেশ কয়েক জন অজ্ঞাাত পরিচয় বন্দুকবাজ অপহরণ করে। ভয় দেখিয়ে বিমানটিকে ছিনতাই করা হয় বলে দাবি করেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী।
আরও পড়ুন কাবুলের অবস্থা ভয়ঙ্কর, উদ্ধারের জন্য ভারতকে ধন্যবাদ আফগান সাংসদের
‘বিমানটিতে ইউক্রেনের বাসিন্দাদের ওঠার কথা ছিল। বদলে নাম পরিচয়হীন যাত্রীরা উঠে পড়েন। বিমানটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ইরানে। আমাদের পরের তিনটি উদ্ধার পরিকল্পনাও ভেস্তে যায়।’ রুশ সংবাদ সংস্থা তাস-কে এই খবর জানিয়েছেন, ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী।
বিস্তারিত আসছে…