কিয়েভ: ক্ষমা চাইল ইউক্রেন (Ukraine)। হিন্দু ধর্মের দেবী মা কালীর (Maa Kali) একটি আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ইউক্রেনের প্রতিরক্ষা দফতর (Defence Ministry)। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠে প্রতিবাদের ঝড়। কালবিলম্ব না করে সেই ছবি ডিলিট করা হয়েছে এবং সরকারিভাবে ক্ষমা চেয়েছেন ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের উপমন্ত্রী এমিন জাপারোভা (Emine Dzhaparova)।
জাপারোভা ক্ষমা চেয়ে বলেন, আমাদের প্রতিরক্ষা দফতরের তরফে দেবী কালীর বিকৃত ছবি সমাজমাধ্যমে পোস্ট করার জন্য দুঃখিত। ভারতের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যকে ইউরোপীয় দেশ হিসাবে আমরা সম্মান করি। ভারতের সহযোগিতার জন্য প্রশংসা করি। ইতিমধ্যেই ওই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
গত ৩০ এপ্রিল ইউক্রেনিয়ান শিল্পী মাকসিম পালেঙ্কোর (Maksym Palenko) একটি ছবি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর। সেই ছবিতে ফ্লাইং স্কার্ট পরিহিত কিংবদন্তি হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোকে (Marlin Monroe) তুলে ধরা হয়েছিল, যা দেবী কালীর সঙ্গে মেলে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ওয়ার্ক অফ আর্ট’ অর্থাৎ শিল্পকর্ম।
আরও পড়ুন: Cyclone | ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেনে নিন কোথায় আছড়ে পড়তে চলেছে
কিন্তু এই ছবি তুমুল সমালোচনার উদ্রেক করে। এক টুইটার ব্যবহারকারী লেখেন, জঘন্য! ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল হ্যান্ডেল মা কালীকে অবমাননাকর ভঙ্গিতে চিত্রিত করছে। এটি শিল্পের কাজ নয়। আমাদের ধর্মবিশ্বাস তামাশার বিষয় নয়। এটি সরান এবং ক্ষমা চান। আর একজন লেখেন, ১৪০ কোটি ভারতীয়ের ভাবাবেগে আঘাত করা ঠিক নয়। এটা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের হিন্দুফোবিয়ার এক নির্লজ্জ উদাহরণ। দয়া করে এটা সরান।
জাপোরাভা সম্প্রতি ভারত সফর করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের কোনও মন্ত্রীর প্রথম ভারত সফর ছিল ওটাই। সফরকালে ইউক্রেনের মন্ত্রী বিদেশ প্রতিমন্ত্রী মীনাকাশি লেখির সঙ্গে আলোচনা করেন।