লন্ডন: বড় পদক্ষেপ নিতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) ভূমধ্যসাগর পেরিয়ে (Mediterranean Migrants) অভিবাসীদের আসা আটকাতে এবং তাদের উত্তর আফ্রিকায় (North Africa) ফেরত দিতে ইতালির (Italy) সঙ্গে একটি চুক্তির পরিকল্পনা করছেন। সুনক ক্যাবিনেট সচিব (Cabinet Secretary) ও সিভিল সার্ভিসের (Civil Service) প্রধান সাইমন কেসকে (Simon Case) এজন্য চুক্তির বিষয়ে খতিয়ে দেখতে ইতালি পাঠিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যদি আমাদের অবৈধ অভিবাসন মোকাবিলায় সফল হতে হয় তবে আমাদেরকে উৎসে সমস্যাটি মোকাবিলা করার পাশাপাশি ছোট নৌকাগুলিতে (Boat) লক্ষ্য বাড়াতে হবে।
ব্রিটেন ও ইতালি সমঝোতাপত্রে (Memorendum of Understanding) সই করেছে গত এপ্রিল মাসে। যাতে বেআইনি অভিবাসন মোকাবিলা করা যায়। স্ট্র্যাটেজিক মাইগ্রেশন পার্টনারশিপের (Strategic Migration Pertnership) অধীনে এই সমঝোতা পত্র হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে গত বছর চ্যানেল দিয়ে ছোট নৌকায় করে ৪৫০০০ লোক সে দেশে এসেছিল। প্রধানত ফ্রান্স থেকে এসেছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে, এই বছর এ পর্যন্ত ১১ হাজারের বেশি লোক এসেছেন।
আরও পড়ুন: ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে অগ্নিকাণ্ড
কনজারভেটিভ পার্টির (Conservative Party) নেতা সুনক নৌকায় আসা বন্ধ করাকে তার শীর্ষ পাঁচটি অগ্রাধিকারের একটি বলেছিলেন। কিন্তু পরবর্তীতে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি তাঁর নিজের দলের কিছু সদস্য এবং জনসাধারণের দ্বারা সমালোচিত হয়েছেন। এদিকে জানা গিয়েছে, এই চুক্তিটি লোক পাচারকারীদের উপর গোয়েন্দা তথ্য ভাগাভাগি করার বিষয়ে। তাছড়া যৌথ অভিযান এবং ইতালীয় ও ব্রিটিশ সীমান্ত বাহিনী এবং জাতীয় অপরাধ সংস্থাগুলির কাজকে উৎসাহিত করার জন্য বোঝানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার, ব্রিটেনের (Britain) আপিল আদালত রায় দিয়েছে যে নৌকায় করে অনিয়মিত আগমন রোধ করার জন্য অবৈধ অভিবাসীদের রোয়ান্ডায় স্থানান্তর করার জন্য সরকারের পরিকল্পনা অবৈধ ছিল। তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা বৃহস্পতিবার বলেছে যে তারা চায় ব্রিটেন তার ইউরোপীয় প্রতিবেশীদের সঙ্গে মানবিক আশ্রয়ের পদ্ধতিতে সম্মত হতে সহযোগিতা করুক।