লন্ডন: ব্রিটেনের (Britain) সেই নার্সকে (Nurse) সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হল। অর্থাৎ আমৃত্যু তাকে জেলেই (Jail) থাকতে হবে। সোমবার তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম ইংল্যান্ডে ম্যাঞ্চেস্টারে একজন বিচারক নার্স লুসি লেটবিকে (Lucy Letby) সারা জীবনের জন্য এই দণ্ড দিয়েছেন। রায় দেওয়ার সময় বিচারক জেমস গস বলেন, তোমার জীবনের বাকিটা সময় কারাগারে কাটাবে। ব্রিটেনে এরকম ৭০ জন সারা জীবনের জন্য জেল খাটছেন। তার মধ্যে তিন জন মহিলা সারা জীবনের জন্য কারাগারের সাজা পেয়েছেন।
এক বা দুটি নয়, মাত্র একবছরের মধ্যে ৭ নবজাতককে (Newborn Baby) হত্যা করেছেন তিনি। পাশাপাশি আরও ৬ শিশুকে খুনের চেষ্টা। পেশায় তিনি একজন নার্স (Nurse)। মহান এই পেশায় থেকে একে একে সাত শিশুকে হত্যা করেন তিনি। নিওন্যাটাল বিভাগের শিশুদের খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার করা হয় লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এক নার্সকে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।
আরও পড়ুন: চন্দ্রযান-৩-এর ল্যান্ডিং মডিউলের সঙ্গে আলাপ হল ‘ব্যর্থ’ চন্দ্রযান-২-এর অরবিটারের
জানা গিয়েছে, গত অক্টোবর মাস থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। ওই নার্স প্রিন্যাটাল বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে অসুস্থ বা যে সমস্ত শিশু অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করত, তাদের হাওয়া ভরা ইঞ্জেকশন দিয়ে, কখনও বা অতিরিক্ত দুধ খাইয়ে কিংবা ইনসুলিন দিয়ে বিষক্রিয়ায় মেরে ফেলত। উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্রাউন কোর্টে ২২ দিন ধরে আলোচনার পর তার বিরুদ্ধে চুড়ান্ত রায় দেওয়া হয়েছে। কয়েকজন শিশুকে একাধিকবারের প্রচেষ্টায় মৃত্যু নিশ্চিত করেন তিনি। পাঁচ ছেলেশিশু ও দুই মেয়েশিশুকে হত্যা এবং আরও কয়েকজন নবজাতককে হত্যায় অভিযুক্ত হন তিনি। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেস্টার হাসপাতালে ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্যে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। রাতের শিফটে কাজ করার সময় লুসি একের পর এক শিশুকে হত্যা করেছেন বলে জানা গিয়েছে। এরপরই লুসি লেটবি নামক ওই নার্সকে গ্রেফতার করা হয়।