টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক- অভিনেতা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। গতকাল ছিল তাঁর জন্মদিনে। সেই উপলক্ষেই বাবাকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়।সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি আপলোড করে বাবার প্রতি শ্রদ্ধা এবপং ভালোবাসা প্রকাশ করেন তিনি।
ওই ক্যান্ডিড ছবি পোস্ট করে উজান লেখেন, হাজার হাজার সাদা বন্ড পেপার তোমার পার্কার পেনের কালো কালির অপেক্ষায় বসেই থাকে। আমায় তোমার ‘বেটু’ বলো বা তোমার সহযোদ্ধা, একসঙ্গেই যুক্তাক্ষরের মতো গায়ে লেগে থেকে আঁকব অনেক নতুন নতুন ছায়া ও ছবি। সামনে অনেক লম্বা পথ, লিখে-টিখে ইকির-মিকির, অল্পসল্প-গল্পটল্প বলতে-টলতে হবে। শুভ জন্মদিন বাবা।
আরও পড়ুন: চেয়ারে বসে পা টেপাচ্ছেন বিজেপি সাংসদ, ভাইরাল ভিডিও
ছেলের ওই পোস্ট পাল্টা শেয়ারে করে কৌশিক লেখেন, বেটু, চ’ মন দিয়ে মাথা উঁচু করে বাঁচি আমরা তিনজন, আর ‘ছবি-টবি বানাই-টানাই।একটা বন্ধুকে বড় করার সৌভাগ্য কজনের ভাগ্যে জোটে।বাবা ছেলের এই স্নেহ বিনিময় মন জয় করে সাধারণ মানুষের। তাঁদের ওই পোস্ট ভোরে যায় সাধারণ মানুষের শুভেচ্ছায়। উল্লেখ্য, ইতিমধ্যেই টলিউডে ডেবিউ করে ফেলেছেন উজান। ‘রসগোল্লা’ ও ‘লক্ষ্মী ছেলে’-র মতো ছবিতে নিজের অভিনয় দিয়ে মন জিতে নিয়েছেন দর্শকদের।