মুম্বই: বর্ষা ছেড়ে সপরিবারে মাতোশ্রী চলে যাব৷ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, দলের একজনেরও আপত্তি থাকলে তিনি মুখ্যমন্ত্রীর পদ আকড়ে পড়ে থাকবেন না৷ ইস্তফা দিয়ে দেবেন৷ এমনকি সরকারি বাসভবন ছেড়ে মাতোশ্রীতে চলে যাবেন৷ সেই ঘোষণা যে স্রেফ মুখের কথা নয় তা বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ রাতেই সরকারি বাসভবন বর্ষা ছেড়ে মাতোশ্রীতে যাওয়ার প্রস্তুতি করে দেয় মুখ্যমন্ত্রীর পরিবার৷ রাত সাড়ে ৯টা নাগাদ নিরাপত্তারক্ষীদের বাড়ির ভেতর থেকে ব্যাগপত্তর বের করে বাইরে নিয়ে আসতে দেখা যায়৷ এর কিছুক্ষণ বাদেই বর্ষা ছেড়ে বেরিয়ে পড়েন উদ্ধব ঠাকরে৷ পিছন পিছন বেরিয়ে পড়েন স্ত্রী রেশমি ও ছেলে আদিত্য৷ মাকে নিয়ে পুত্র আদিত্য উঠে পড়েন একটি গাড়িতে৷ অন্যদিকে উদ্ধব অন্য একটি গাড়িতে চেপে বর্ষা ছাড়েন৷ প্রত্যেকের গন্তব্য মাতোশ্রী৷
#WATCH | Luggage being moved out from Versha Bungalow of Maharashtra CM Uddhav Thackeray in Mumbai pic.twitter.com/CrEFz729s9
— ANI (@ANI) June 22, 2022
Maharashtra Minister Aaditya Thackeray along with his mother Rashmi Thackeray and brother Tejas Thackeray follow Maharashtra CM Uddhav Thackeray as he leaves from his official residence in Mumbai. pic.twitter.com/fOfq9bZN1n
— ANI (@ANI) June 22, 2022
মহা বিকাশ অগাড়ি সরকারে শিবসেনার ৪৪ জন বিধায়ক রয়েছে৷ তাদের মধ্যে ৩০ জনকে নিয়ে এই মুহূর্তে গুয়াহাটিতে রয়েছেন একনাথ শিন্ডে৷ ফলে সংকট তৈরি হয়েছে মহারাষ্ট্রে৷ যখন তখন সরকার পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ তারপরই এদিন বিকাল পাঁচটায় দলের সব বিধায়কের সঙ্গে বৈঠকে বসার ডাক দেন উদ্ধব৷ পরে ফেসবুক লাইভে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি একজন বিধায়কও আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে না চান তাহলে এই মুহূর্তে জিনিসপত্র নিয়ে আমি বর্ষা বাংলো (মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন) ছেড়ে মাতোশ্রীতে চলে যাব৷ আপনারা চাইলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে তৈরি৷ একজনও কারও আপত্তি থাকলে সরে যাব৷ এটা আমার কাছে খুবই লজ্জাজনক হবে যদিও একজনও কেউ আমার বিরুদ্ধে চলে যায়৷’