তমলুক: পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে (TMC) জোর ধাক্কা দিল শহীদ মাতঙ্গিনী ব্লক। জেলা পরিষদের তিনটি আসনের মধ্যে দুটি আসনে বিজেপি (BJP) প্রার্থী জয় লাভ করেছেন। বিজেপি প্রার্থী বামদেব গুছাইত গণনা কেন্দ্র থেকে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন। তিনি জানান, এই জয় খুবই প্রত্যাশিত ছিল। এবারের নির্বাচন ছিল দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে মানুষকে একত্রিত করে মোদিজির উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে।
তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে তদানীন্তন বামফ্রন্টকে হারাতে এই পূর্ব মেদিনীপুর জেলা সদর্থক ভূমিকা পালন করেছিল। আর আগামী ২০২৪ লোকসভা নির্বাচন, আগামী বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে কিনা জানিনা। আমরা আশাবাদী, যে দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে তাতে দ্রুত পরিবর্তন হওয়া উচিত। মানুষ পরিত্রাণ চাইছে।
আরও পড়ুন:Calcutta High Court| ২৬ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে
১৯৪২ সালে ২৯ সেপ্টেম্বর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ব্রিটিশদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। সেই মাতঙ্গিনী হাজরার নামেই পূর্ব মেদিনীপুর জেলার পঞ্চায়েত সমিতির নাম শহীদ মাতঙ্গিনী ব্লক। শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামেই মাতঙ্গিনী হাজরার জন্ম ভিটে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। শহীদ মাতঙ্গিনী ব্লক ২০০৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে। দীর্ঘদিন এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে ছিল। অবশেষে বিজেপি ছিনিয়ে নিল শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি।