কাবুল: ভিতরে জায়গা হয়নি৷ তাই, প্রাণ বাঁচাতে বিমানের বাইরের অংশের বিভিন্ন জায়গায় আঁকড়ে আশ্রয় নিয়েছিলেন অনেকেই৷ সেই বিমান আকাশে উড়তেই তাদের মধ্যে দুই জন পড়ে গেলেন৷ সোমবার কাবুল বিমান বন্দেরর ঘটনা৷ এমনটাই দাবি আফগানিস্তানের তোলো নিউজ-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার৷ শুধু তাই নয়, বিমান থেকে মানুষ পড়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন-ফের দেশে তালিবানি শাসন, শঙ্কায় আফগানবাসীরা
আফগান আসভাকা নিউজ এজেন্সি-র আপলোড করা এগারো সেকেন্ডের ভিডিও-তে দুজনকে পড়ে যেতে দেখা যাচ্ছে৷ সেই ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে আরও একটি ভিডিও-তে অজ্ঞাত পরিচয়দের দেহাংশ স্থনীয়দের বাড়ির ওপর ও সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে৷ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সি-১৭ মার্কিন সেনার বিমানের টায়ার থেকে দুজন পড়ে যায়৷
https://twitter.com/AsvakaNews/status/1427206845706379266?s=20
আরও পড়ুন- মমতার সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব
কাবুল বিমান বন্দর সংলগ্ন এলাকাবাসীদের দাবি, তাদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানের চাকায় তিন যুবকে পরস্পরকে শক্তকর আঁকড়ে ধরে থাকতে দেখা গিয়েছে৷ এরপরই, আরও একটি টুইটে স্থানীয়দের একজন জাবি করেন, তারা পড়ে যাওয়ার মুহূর্তে বিকট শব্দ-চিৎকার করেন৷
আফগান আসভাকা নিউজ এজেন্সি-র আপলোড করা এগারো সেকেন্ডের ভিডিও-তে দুজনকে পড়ে যেতে দেখা যাচ্ছে৷ সেই ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে আরও একটি ভিডিও-তে অজ্ঞাত পরিচয়দের দেহাংশ স্থনীয়দের বাড়ির ওপর ও সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে৷ প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সি-১৭ মার্কিন সেনার বিমানের টায়ার থেকে দুজন পড়ে যায়৷
https://twitter.com/AsvakaNews/status/1427199535126777857?s=20
আরও পড়ুন- বিজেপি, কংগ্রেস, সিপিএম সব মিলে এবার তৃণমূলে
কাবুল বিমান বন্দর সংলগ্ন এলাকাবাসীদের দাবি, তাদের বাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানের চাকায় তিন যুবকে পরস্পরকে শক্তকর আঁকড়ে ধরে থাকতে দেখা গিয়েছে৷ এরপরই, আরও একটি টুইটে স্থানীয়দের একজন জাবি করেন, তারা পড়ে যাওয়ার মুহূর্তে বিকট শব্দ-চিৎকার করেন৷
#Kabul airport #Afghanistan 😭💔 pic.twitter.com/mtVXEcY2Gk
— Hope (@iamhope98) August 16, 2021
Video: People run on tarmac of Kabul international airport as a US military aircraft attempts to take off. pic.twitter.com/9qA36HS0WQ
— TOLOnews (@TOLOnews) August 16, 2021
রবিবার আশরাফ ঘানি সরকারের পতন ঘটে৷ কাবুলে ওড়ে তালিবানি পতাকা৷ কাবুল তালিবানদের দখলে চলে আসার আজ দ্বিতীয় দিন৷ এর মধ্যেই তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ৷ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে তাঁরা বুঝিয়ে দিচ্ছেন কাবুলিওয়ালার দেশ তালিবানি শাসন চায় না৷ এদিকে কাতারে কাতারে মানুষ বিমানবন্দরে চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন ভারত-সহ একাধিক দেশের নাগরিকরা৷ কেউ কেউ দেশে ফিরে গেলেও এখনও আফগানিস্তানে রয়েছেন বহু বিদেশি নাগরিক৷ কাবুল বিমানবন্দরের যা পরিস্থিতি তাতে তাঁরাও দেশ ছাড়তে পারছেন না৷ তার উপর আকাশসীমা বন্ধ করে দিয়েছে তালিবান৷ এতে আরও সমস্যায় পড়েছেন বিভিন্ন দেশের কনস্যুলেটরা৷ সূত্রের খবর, কনস্যুলেটরা যাতে দেশে ফিরতে পারেন সেই কারণে কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব তুলে নেয় মার্কিন সেনা৷ তাদেরই ঘেরাটোপে কাবুল বিমানবন্দর৷