কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দেখতে তিহারে (Tihar) যাচ্ছে তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। তিহার জেলে যাচ্ছেন তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) ও অসিত মাল (Asit Mal)। জেলবন্দি কেষ্ট ও সুকন্যার (Sukanya Mandal) সঙ্গে দেখা করবেন তাঁরা। সূত্রের খবর, শুক্রবার বেলা ১২টা নাগাদ জেলবন্দি এই নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই এই সাক্ষাৎ বলে জানা যাচ্ছে। তৃণমূল সাংসদরা দেখা করবেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গেও।
বৃহস্পতিবারই গরু পাচার মামলায় সুকন্যার জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিও স্থগিত হয়ে যায় বৃহস্পতিবার। সোমবার থেকে আদালতে গরমের ছুটি পড়ে যাওয়ায় আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। তাই মনে করা হচ্ছে, গোটা জুন মাসই তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত এবং সুকন্যাকে।