কলকাতা: মঙ্গলবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এল দুই সদস্যের ইসরোর (ISRO) প্রতিনিধিদল। ইসরোর ওই প্রতিনিধিদলে দুই বিজ্ঞানী রয়েছে। এদিন তাঁরা অরবিন্দ ভবনে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে বৈঠক করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেট, ক্যাম্পাস চত্বর, ও হস্টেলের ছাদও পরিদর্শন করেন প্রতিনিধিরা। মঙ্গলবারের পর বুধবার ফের বিশ্ববিদ্যালয়ে আসবেন।
যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১৩ জন। যার মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছে। উল্লেখ্য, সিসিটিভি লাগানো থেকে নিরাপত্তা ব্যবস্থা, ইউজিসির গাইড লাইনও নাকি মানছিল না যাদবপুরে সেই প্রশ্ন তুলেএকাধিকবার বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন ইউজিসির প্রতিনিধিদল যায় বিশ্বিদ্যালয়ে। ব়্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তির ব্যবহারে শিক্ষাঙ্গনে ব়্যাগিং বন্ধ করার কোনও উপায় রয়েছে কি না, তা নিয়েও আলোচনা করেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ইসরোর প্রতিনিধিরা।
আরও পড়ুন: কসবায় ছাত্র মৃত্যুর পুনর্নির্মাণ পুলিশের, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ
এদিন বিকেলে ইসরোর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ে আসেন। কথা বলেন কর্তৃপক্ষের সঙ্গে। ক্যাম্পাস ঘুরে দেখেন তাঁরা। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে উরাচার্যের সঙ্গে বৈঠকে কথা বলেন। এদিকে এদিনই বিকেলে যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা-মা লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন। সূত্রের খবর, মৃতের মায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত, সোমবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মৃত পড়ুয়ার মা-বাবা।