কলকাতা: ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue)। মৃত ওই কিশোরীর দমদম মতিঝিলের বাসিন্দা। শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত হয় ১৬ বছরের ওই কিশোরীর। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে কিশোরীর মৃত্যু বলে হাসপাতাল সূত্রে খবর। এই নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যে দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত দু’জনই দক্ষিণ দমদমের বাসিন্দা।
দমদম এলাকায় এক পুর হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন ওই কিশোরী।প্রথমে কলেজ স্ট্রিটের একটি হাসপাতালে ও তারপর শারীরিক অবস্থায় অবনতি হওয়াতে শক্রবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা হাসপাতালে। আর শনিবার দুপুরে দমদমের ওই কিশোরীর মৃত্যু হয়।হাসপাতালে ভর্তি করার পর দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হলেও বাঁচানো যায়নি ওই কিশোরীকে।হাসপাতালে ওই কিশোরীর ডেঙ্গি শক সিনড্রোমের মতো পরিস্থিতি ছিল বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন: ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে ১৬ জন সদস্য নিয়ে ওয়াক আউট বিধায়কের
অন্যদিকে দক্ষিণ দমদমের ২২ নম্বর ওয়ার্ডের আর এক যুবকের মৃত্যু হয়েছে এলাকারই এক নার্সিংহোমে।শুক্রবার সন্ধ্যায় নাগেরবাজার সংলগ্ন এক নার্সিংহোমে ভর্তি হন তিনি। তিনিও ডেঙ্গি পজিটিভ ছিলেন। অস্থায়ী ওই পুলিশ কর্মীর নাম প্রীতম ভৌমিক। শনিবার ভোর ৩টে ৪৬ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ করা হয়।
এ বছর বর্যার শুরুর থেকেই দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা গিয়েছে। অগস্টের মাঝামাঝি অবধিই প্রায় ২০০ জন দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। ঘরে ঘরে জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা।