নিউ ইয়র্ক: মাল্টি-বিলিয়নিয়ার এলন মাস্ক (Multi-Billionaire Elon Musk) তাঁর টেসলা (Tesla) কোম্পানির ৩.৫৮ বিলিয়ন (৩৫৮ কোটি) মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দিয়েছেন। ইউএস সিকিউরিটিজ ফাইলিং (US Securities Filing) থেকে এই তথ্য সংবাদ মাধ্যমের হাতে উঠে এসেছে। ফাইলিং অনুযায়ী, মার্কিন ধনকুবের মাস্ক ইলেক্ট্রিক গাড়ি (Electric-Vehicle) নির্মাতা সংস্থা টেসলার ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করে দিয়েছেন। ব্রিটিশ পাউন্ডে যার মূল্য ২.৯ বিলিয়ন। ১২-১৫ ডিসেম্বর, এই তিনদিনে তাঁর কোম্পানির স্টক বিক্রি করেছেন মার্কিন ধনকুবের।
সাম্প্রতিক সময়ে এই নিয়ে দ্বিতীয়বার টেসলার শেয়ার বিক্রি করলেন মাস্ক। গত ৯ নভেম্বর টেসলা সিইও ১৯.৫ মিলিয়ন শেয়ার বিক্রি করেছিলেন, যার বাজার মূল্য ছিল ৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলার। এখানে উল্লেখ্য তার বারো দিন আগেই ৪৪ বিলিয়ন ডলার মূল্যে মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার (Twitter Inc.) কিনেছিলেন এলন। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দেওয়া পরিসংখ্যান বলছে, গত এক বছরে মাস্ক ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে টেসলা স্টক (Tesla Stock) বিক্রি করেছেন।
আরও পড়ুন: Mustard Oil massage: বাড়ছে মানসিক চাপ? পায়ের তলায় সর্ষের তেল মালিশে হবে মুশকিল আসান
গাড়ি নির্মাতা সংস্থার কথা ধরলে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি টেসলা। তবে শেয়ার মার্কেটে (Share Market) নামজাদা গাড়ি নির্মাতা ও টেক কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা টেসলার শেয়ারেরই। তার সবচেয়ে বড় কারণ হল টুইটার কেনার পর মাস্ক যেভাবে সেদিকে নজর দিচ্ছেন, তাতে টেসলাকে তিনি কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে ধন্দে ভুগছিলেন টেসলায় অর্থ বিনিয়োগকারীরা।
চলতি সপ্তাহেই ইলন মাস্ক বিশ্বের একনম্বর ধনীব্যক্তির শিরোপা খুইয়েছেন। টেসলার শেয়ার দাম পড়ে যাওয়ার কারণে মাস্কের সম্মিলিত সম্পদের পরিমাণ সাম্প্রতিক সময়ে কমতে শুরু করেছিল ধনকুবেরদের তালিকায় একনম্বরে উঠে আসার পর থেকে। তবে ঠিক কী কারণে মাস্ক টেসলার শেয়ার বিক্রি করলেন, সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। বিগত দুই মাসে দু’দফায় তাঁর ইলেক্ট্রিক কার মেকিং কোম্পানির (Electric Car Making Company) শেয়ার বিক্রি করলেও, মাস্ক এখনও টেসলার সর্বোচ্চ শেয়ার হোল্ডার (Share-Holder)। তাঁর কাছে সংস্থার ১৩.৪ শতাংশ মালিকানা রয়েছে।