ডায়মন্ড হারবার: সাতসকালে জোড়া খুন হয়ে গেল ডায়মন্ড হারবারে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সরিষাহাটে সকালবেলা বাজার করতে এসেছিলেন ডায়মন্ড হারবার থানার বাগদার বাসিন্দা নুর সালাম। সরিষাহাটের কাছেই অতর্কিতে তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর সালামের।
এরপর দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। শুরু হয় গণপ্রহার। ঘটনাস্থলেই গণপিটুনিতে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিসবাহিনী। তারা এলাকায় পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিস মর্গে পাঠায়। তবে কী কারণে খুন এখনো স্পষ্ট নয়। পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের ধরতে তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার থানার পুলিস।
আরও পড়ুন: Bhawanipur Murder: পান কিনতে বেরিয়েই অপহরণ? স্বর্ণ ব্যবসায়ী খুনের রহস্য হাতড়াচ্ছে পুলিস
পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো কোনও শত্রুতা বা ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত ঝামেলা থাকতে পারে। সাতসকালে জোড়া খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জোড়া খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতরা হল- নুরউদ্দিন মোল্লা, মইনুল হাসান। ধৃত নুরউদ্দিন নিহত নুর সালামের ভাই। গণপিটুনিতে মৃত শরিফুল মোল্লা নুরের ভায়রাভাই। সরিষার একটি ডেরা থেকে দু’জনকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিস।