কলকাতা: আজকাল বাজেট ফ্রেন্ডলি বিদেশ (World) ভ্রমণের (Travel) কথা উঠলে প্রথমেই মনে আসে থাইল্যান্ড (Thiland) তথা ব্যাংককের (Bangkok) নাম। বিশেষ করে হানিমুন কাপলদের কাছে এই স্থান দারুণ জনপ্রিয়। বাজেট মোটামুটি মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকে। কিন্তু ফ্লাইটের টিকিট নিয়েই হয় যত সমস্যা। কারণ সবচেয়ে বেশি খরচ হয় ফ্লাইটে যাতায়াতের জন্যই। শুধু তাই নয়, অনেক সময় ফ্লাইটও বাতিল হয়ে যায় কিংবা সিট পাওয়া যায় না।
বিমানের টিকিট নিয়ে এবার টেনশনের পালা শেষের পথে। কেন? কারণ, ভারত থেকে ব্যাংকক পর্যন্ত হাইওয়ে তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে, আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা এবং ব্যাংকক সড়কপথে যুক্ত হতে চলেছে। প্রায় ৪ বছরের মধ্যে মহাসড়ক তৈরির কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Himachal-Uttarakhand | বর্ষার প্রথম ধাক্কাতেই বিপর্যস্ত উত্তর ভারত, বহু মৃত্যু, ধসে সড়ক অবরুদ্ধ
এই মহাসড়ক কোথায় যাবে?
জানা গেছে যে, এই মেগা ত্রিপক্ষীয় মহাসড়কটি ব্যাংকক থেকে শুরু হয়ে থাইল্যান্ডের সুখোথাই, মায়ে সোটের মতো শহরগুলির মধ্যে দিয়ে গিয়ে, মায়ানমারের কালেওয়া, মান্দালে, তামু, ইয়াঙ্গুনের মধ্য দিয়ে যাবে। ভারতীয় শহররের মধ্যে কোহিমা, মোরে, শ্রীরামপুর, গুয়াহাটি, কলকাতা এবং শিলিগুড়ির মধ্য দিয়েও যাবে এই মহাসড়ক। এই রাজপথের সম্পূর্ণ দৈর্ঘ্য ২,৮০০ থেকে ২,৮২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, এই মহাসড়ক সবচেয়ে বেশি পথ অতিক্রম করবে ভারত ভূমিতে। এই প্রসঙ্গে থাইল্যান্ডের পররাষ্ট্র সংক্রান্ত উপমন্ত্রী বিজাওয়াত ইসরাবকদি জানিয়েছেন যে, এই প্রকল্পের থাইল্যান্ডের অংশের বেশিরভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে অন্যান্য রুটে সংযোগ দিতে আরও ২ থেকে ৩ বছর সময় লাগবে।
ব্যাংকক ভ্রমণের সেরা সময়
ব্যাংককে মার্চ থেকে জুন মাসে বর্ষাকাল শুরু হয়। বৃষ্টি চলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। অন্যদিকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে শীতকাল। শীতকাল ব্যাংকক ভ্রমণের সেরা সময়।