সামসেরগঞ্জ: ভোট (Panchayat Election 2023) মিটেছে। ফলও বেরিয়েছে। কিন্তু অশান্তি যেন কিছুতেই থামছে না। এবার তৃণমূলের (TMC) বিজয় উল্লাসের মধ্যে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। ঘটনার জেরে ৭ তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া পঞ্চায়েতের পূর্ব দেবীদাসপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অসিকুল আলম(২৫)। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এদিকে ওই ঘটনার পর জেলা তৃণমূল বিজয় উল্লাস থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন জেলা তৃণমুল সভাপতি শাওনি সিংহ রায়। পাশাপাশি, পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেছেন তিনি।
আরও পড়ুন:Panchayat Election 2023 | অনুব্রতহীন বীরভূম দেখল কাজল শেখের ম্যাজিক