কোচবিহার: দিনহাটার (Dinhata) গীতালদহের গুলিতে নিহত তৃণমূল (TMC) কর্মীর দ্বৈত নাগরিকত্ব ছিল বলে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ (Nisith Pramanik) প্রামাণিক। বুধবার সাংবাদিক বৈঠকে ওই দাবির সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণপত্রও তুলে ধরেন। তিনি বলেন, মৃত ব্যক্তির ভারতীয় আধার কার্ড অনুযায়ী নাম বাবু রহমান। আর বাংলাদেশের ভোটার কার্ডে তার নাম মহঃ আব্দুর রহমান। তার বাবা ও স্ত্রীও বাংলাদেশের নাগরিক। কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, মৃত ব্যক্তি একজন আন্তর্জাতিক স্তরের অপরাধী।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে দিনহাটার গীতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে গুলি চলে। তাতে মৃত্যু হয় বাবু হক নামে এক ব্যক্তির। তৃণমূলের দাবি, ওই ঘটনায় জখম হন আরও পাঁচ জন। বাবু সহ সকলেই সক্রিয় তৃণমূল কর্মী বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেন। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। জলপাইগুড়ির ক্রান্তিতে মঙ্গলবার দুপুরে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনায় আমরা অ্যাকশন নিচ্ছি। দিনহাটার তৃণমূল নেতৃত্ব এই ঘটনার পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত আছে বলেও অভিযোগ করেন।
আরও পড়ুন:Suvendu Adhikari | Panchayat Election | তৃণমূল সরকারের আয়ু ৩ মাস, ফের সময় বাঁধলেন শুভেন্দু
কেন্দ্রীয় মন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে একটি ভিডিও দেখান। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী পাচারের অপরাধে বাবুকে গ্রেফতার করছে। যদিও ওই ভিডিওর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি। নিশীথ বলেন, রাজ্য পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী একাধিকবার বাবুকে গ্রেফতার করেছে। তার নামে এই দেশে বহু মামলা রয়েছে। এরকম একজন আন্তর্জাতিক স্তরের অপরাধীকে তৃণমূল কী করে নিজেদের দলের কর্মী বলে দাবি করছে, তা আমার বোধগম্য হচ্ছে না।
কেন্দ্রীয় মন্ত্রীর আরও অভিযোগ, জেলার তৃণমূল নেতৃত্বের চাপেই পুলিশ সুপার ওই ঘটনার সঙ্গে বিজেপির নাম জড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, গতকালের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। জেলার পুলিশ সুপারের সঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেন নিশীথ প্রামাণিক।