মালদহ: মালদহে কালিয়াচকে (Kaliachak Malda) ভোটের আগেই খুন তৃণমূল প্রার্থী (Trinamool Candidate) মোস্তাফা শেখ। সুজাপুর গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে পিটিয়ে খুন করার অভিযোগ। বাড়ি ফেরার সময় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বাঁশ-লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে তাঁকে। কংগ্রেসের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। ঘটনার প্রতিবাদে ১২ নং জাতীয় সড়ক অবরোধে তৃণমূলের কর্মী সমর্থকরা।
গত নয়দিনে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মৃত্যু হল মোট ছয় জনের। গত শুক্রবার মনোনয়ন পেশের প্রথম দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে খুন এক কংগ্রেস কর্মী। বৃহস্পতিবার মনোনয়ন চলাকালিন তৃণমূল আইএসএফ সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের। তার মধ্যে দুজন আইএসএফ কর্মী ও একজন তৃণমূল সমর্থক।এর মাঝেই মুর্শিদাবাদের নওদায় খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। শনিবার মালদহের কালিয়াচকে খুন হলেন খোদ তৃণমূল প্রার্থী। তিনি তৃণমূলের প্রাক্তন প্রধানও বটে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পূর্ব বর্ধমানে বহু আসনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা
মালদহের নেত্রী তথা সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, খুনের সঙ্গে যারা জড়িত তাদের এবার টিকিট দেওয়া হয়নি। টিকিট না পেয়ে তারা কংগ্রেসে যোগ দিয়েছ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কংগ্রেস অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
মুর্শিদাবাদ, ভাঙড়, এবার সুজাপুর মনোনয়নের পর স্ক্রুটিনিতে রক্তাক্ত বাংলা। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, পুলিশ ও রাজ্য নিবার্চন কমিশন রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে। মারধর করছে বিরোধীদের। এই অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখেই কলকাতা হাইকোটের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার নির্দেশ দিয়েছে।যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।