Placeholder canvas
কলকাতা শনিবার, ১৭ মে ২০২৫ |
K:T:V Clock
নেই কুকারের শব্দ-খুন্তির ঠোকাঠুকি, গোটা গ্রামটাই যেন শ্মশানপুরী
দেবাশিস মণ্ডল Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ০৬:৪৪:৩০ পিএম
  • / ৬৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

বনগাঁ: অন্যদিন সকালে গ্রামের সব বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসত হাতা-খুন্তি থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ৷ আজ কোনও বাড়ির রান্নাঘরে হাড়ি চড়েনি৷ বসেনি বাজারহাট৷ সকাল থেকে বন্ধ দোকানপাট৷ গ্রামের মুহুরি পরিবারের বাড়ির সামনে সকাল থেকে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতাদের ভিড়৷ শনিবার মধ্যরাতে নদিয়ার ফুলবাড়িতে (Nadia Fulbari) মর্মান্তিক দুর্ঘটনায় (Nadia Accident) মুহুরি পরিবারের ১২ সদস্যের প্রাণ গিয়েছে৷ তার পর থেকে শোকে ডুবে উত্তর ২৪ পরগনার বাগদার (Bagda) পারমাদন গ্রাম (Parmadan Village)৷

ওই ১২ জন ছাড়া গ্রামের আরও ৬ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে দুই শিশু আছে৷ গ্রামবাসীরা জানিয়েছেন, শনিবার রাতে মুহুরি পরিবারের এক বয়স্ক মহিলা শিবানী মুহুরির বার্ধক্যজনিত মৃত্যু হয়৷ তাঁর দেহ সৎকারের জন্য পরিবারের ১২ জন এবং কয়েকজন গ্রামবাসী সৎকারের জন্য মৃতদেহ নিয়ে গিয়েছিলেন নবদ্বীপ শ্মশানে৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই নদিয়ার ফুলবাড়ি এলাকার একটি পাথরবোঝাই লরির সঙ্গে গ্রামবাসীদের গাড়ির ধাক্কা লাগে৷ তাতে মৃত্যু হয় ১৮ জনের৷ এক রাতের মধ্যে এত জনের মৃত্যুর খবরে শোকে ডুবে বাগদার পারমাদন গ্রাম৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে ঘটনার দুঃখপ্রকাশ করেছেন৷ খবর পেয়ে নিহতদের বাড়ি যান বনগাঁ মহকুমার চার বিধায়ক বিশ্বজিৎ দাস (বাগদা), স্বপন মজুমদার (বনগাঁ দক্ষিণ), অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর) এবং সুব্রত ঠাকুর (গাইঘাটা)৷

Bagda 1

বাগদার এই গ্রামের এক পরিবারের ১২ সদস্যের মৃত্যু৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷

আরও পড়ুন: Nadia Accident: দুঘটনাগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার, টুইটে সমবেদনা মুখ্যমন্ত্রীর

পারমাদন গ্রাম পঞ্চায়েতের প্রধান সৌমেন ঘোষ জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শোনার পর থেকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতরা সকালে ওসি এবং সরকারি আধিকারিকরা আসেন৷ পঞ্চায়েতের তরফে চেষ্টা চলছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলি গ্রামে এনে সৎকারের ব্যবস্থা করা যায়৷ কিন্তু সন্ধে পর্যন্ত মৃতদেহগুলি গ্রামে এসে পৌঁছয়নি৷ শ্মশানযাত্রীর ওই দলে মুহুরী পরিবারের দশ সদস্য ছিলেন বলে জানা গিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতরা হল, অমিতা মুহুরি (৩০), অন্যান্য মুহুরি(৫), শ্রাবণী মুহুরি (১৮), বৃন্দাবন মুহুরি (৬০), জয়ন্তী মুহুরি (৫০), মুনমুন মুহুরি (২১)-সহ আরও কয়েকজন আত্মীয়৷ এছাড়া হাজারি বিশ্বাস, বিভা সরকার, অমর বিশ্বাস, অমলেন্দু বিশ্বাস, সুকুমার বিশ্বাস, গোপাল সরকার নামে গ্রামবাসীদের মৃত্যু হয়েছে৷

ঘটনার বর্ণনা দিতে গিয়ে শ্মশানযাত্রী দলের অন্যতম গাড়ির চালক পিন্টু হালদার বলেন, ‘আমরা ছ’জন আরেকটা গাড়িতে ছিলাম৷ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি মৃতদেহ পড়ে রয়েছে৷ দু-একজনকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করলাম৷ কোনও সাড়াশব্দ নেই৷ বুঝলাম মারা গিয়েছে৷ একটা বাচ্চা ছিল৷ ওর শরীরে তখনও শ্বাস ছিল৷ বাচ্চাটাকে আমার কোলে দেওয়া হল৷ কিছুক্ষণ পর কোলেই মারা যায় সে৷ অ্যাম্বুল্যান্সে করে আরেক জনকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে৷ তাঁকেও বাঁচানো যায়নি৷’

আরও পড়ুন: টানা ২২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার ছাইয়ের নীচে চাপা পড়া ৩ শ্রমিকের দেহ

swapan majumdar

বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷

দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে শ্মশান যাত্রীদের গাড়িটি৷ যদিও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ৷ রানাঘাটের এসডিপিও দীপক অধিকারী বলেন, এখনও দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়৷ তদন্ত চলছে৷ গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা জানার চেষ্টা চলছে৷ যদিও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর দুর্ঘটনার জন্য বেহাল রাস্তা এবং পুলিশের তোলাবাজিকেই দায়ী করেন৷ স্বপন মজুমদার বলেন, ‘বেহাল রাস্তার কারণে অনেক দুর্ঘটনা ঘটে৷ তাছাড়া দীর্ঘদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে পুলিশ তোলাবাজি করে বলেও অভিযোগ৷ এগুলো ঠিক নয়৷ মুখ্যমন্ত্রীকে বলব বিষয়টির দিকে নজর দিন৷’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কান উৎসবের আসরে মধুবালা থেকে রেখা, হেমা- শ্রীদেবীও
শনিবার, ১৭ মে, ২০২৫
আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী, লন্ডভন্ড হবে কোন কোন এলাকা?
শনিবার, ১৭ মে, ২০২৫
বাদশার ‘কিং’ এ সুহানার মা কী রানি! রয়েছে স্টারেদের চমক!
শনিবার, ১৭ মে, ২০২৫
সরকারি জমি দখলমুক্ত করতে নবান্নের নয়া উদ্যোগ
শনিবার, ১৭ মে, ২০২৫
নিম্নচাপ অক্ষরেখার দাপট, জেলায় জেলায় দুর্যোগ!
শনিবার, ১৭ মে, ২০২৫
নাগরিকত্ব দিতে রিয়্যালিটি শো! কী করছে ট্রাম্পের দেশ?
শনিবার, ১৭ মে, ২০২৫
‘বেছে বেছে’ হামলা করেছে ভারত! স্বীকার পাক প্রধানমন্ত্রীর
শনিবার, ১৭ মে, ২০২৫
অবশেষে ৯০ মিটারের ‘বেড়া’ পার করলেন নীরজ চোপড়া  
শনিবার, ১৭ মে, ২০২৫
তীব্র গরমে বন্ধ মিড ডে মিল
শুক্রবার, ১৬ মে, ২০২৫
চুলের মুঠি ধরে সিভিক ভলেন্টিয়ারকে মারধর শিক্ষকের
শুক্রবার, ১৬ মে, ২০২৫
রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই ছাড়া হবে জল, বর্ষার আগে আশ্বাস কেন্দ্রের
শুক্রবার, ১৬ মে, ২০২৫
চাকরিহারাদের অবস্থান মঞ্চে শুভেন্দু অধিকারী
শুক্রবার, ১৬ মে, ২০২৫
লাল কার্ড দেখা থেকে বাঁচালেন বিপক্ষ দিলের কোচ, জাতীয় দলে ফিরলেন লিয়ো
শুক্রবার, ১৬ মে, ২০২৫
ইংল্যান্ড সফরে ভারতীয় দল, কোচ গৌতমের সঙ্গে যাবেন কারা?
শুক্রবার, ১৬ মে, ২০২৫
উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে
শুক্রবার, ১৬ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team