কলকাতা: ত্রিপুরার আমবাসায় আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা-নেত্রীরা৷ তার প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে এই ঘটনাকে হাতিয়ার করে ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চলেছে তৃণমূল৷ তাই আগামিকাল রবিবার ত্রিপুরায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ ট্যুইট করে একথা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
Tomorrow, I am coming to #Tripura to stand by every Trinamool worker who were brutally attacked by @BJP4Tripura goons today.
It is my promise that I shall continue fighting till the very last drop of my blood.
STOP ME IF YOU CAN @BjpBiplab!#TripuraDeservesBetter
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2021
তৃণমূলের তরফেও একটি ট্যুইট করা হয়েছে, যেখানে বলা হয়, আগামী রবিবার, ৮ অগস্ট ত্রিপুরা যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ্ত রাহা এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্তের উপর বিজেপি বাহিনী আক্রমণ চালায়। যার জেরে জখম হন তাঁরা এবং বেশ কিছু নেতামন্ত্রী চোট পান। এই ঘটনার প্রতিবাদে এবং যাঁরা এই ঘটনায় জখম হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে রবিবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। ট্যুইটে বলা হয়েছে, এই হামলার ঘটনা গণতন্ত্রকে লঙ্ঘন করেছে। যার বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল।
National General Secretary, Shri @abhishekaitc will be in #Tripura tomorrow to stand beside Trinamool Congress workers who were attacked by @BJP4Tripura goons.
This attack will go down in history as one that violates democracy in grave ways. We will fight back, stronger!
— AITC Tripura (@AITC4Tripura) August 7, 2021