নয়াদিল্লি: টম্যাটোর দাম কমছে? রবিবার খুচরো বাজারে টম্যাটোর দাম কমানোর পদক্ষেপ করল কেন্দ্র। কেন্দ্রীয় দুটি সমবায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সস্তায় টম্যাটো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিসিএফ এবং নাফেড এদিন থেকে ১০ টাকা কমিয়ে ৮০ টাকায় টম্যাটো বিক্রি করছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিতকুমার সিং এক বিবৃতিতে বলেন, পাইকারি বাজারে টম্যাটোর দাম কমাতে সরকার পদক্ষেপ করল। দেশের বিভিন্ন জায়গা থেকে এই দুই সংস্থা কম দামে টম্যাটো সরবরাহ করবে।
তিনি আরও বলেন, দেশের ৫০০-রও বেশি বাজার থেকে টম্যাটোর দাম বাড়ার পরিস্থিতি পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন থেকেই ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরাতে রবিবার থেকেই ভরতুকি মূল্যে টম্যাটো বিক্রি হয়েছে। আগামিকাল, সোমবার থেকে আরও বেশকিছু বাজারে তা বিক্রি হবে। যেখানে যেখানে টম্যাটোর অত্যধিক দামবৃদ্ধি হয়েছে, সেখানেই সরকার স্বল্প মূল্যে বিক্রি করে আপাতত পরিস্থিতি সামাল দেবে। সরকার দেশের সাধারণ মানুষের দুর্দশা কাটাতে এই সিদ্ধান্ত নিল বলে তিনি জানান।
আরও পড়ুন: Opposition Meet-Mamata | বেঙ্গালুরুতে সোনিয়ার নৈশভোজে যাবেন না মমতা, থাকবেন বিরোধীদের বৈঠকে
দেশজুড়ে টম্যাটোর দাম গড়ে ১০০ টাকার উপরে চলে যাওয়ায় গত বুধবার থেকেই আসরে নামে কেন্দ্র। নাফেড এবং এনসিসিএফকে নির্দেশ দেওয়া হয় যে, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং মহারাষ্ট্র থেকে দ্রুত টম্যাটো সংগ্রহ করতে। গত মাসখানেক ধরে যেসব জায়গায় দাম অত্যধিক বেড়ে গিয়েছে, সেসব জায়গায় দ্রুত সমবণ্টন করার নির্দেশ দেওয়া হয়েছে এই দুই সংস্থাকে।