টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে প্রথম পদক ভারতের। প্যারালিম্পিক্সে ভারতের প্রথম টেবিল টেনিস প্লেয়ার হিসেবে পদক জিতলেন ভাবিনাবেন পটেল। রবিবার সকালে বিশ্বের ১ নম্বর চীনের ইং ঝৌয়ের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন তিনি। ৩-০ স্ট্রেট গেমে ভারতীয় প্রতিপক্ষ ভাবিনাকে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন তিনি। ৩-০ ফলে হারেন ভারতের এই প্যারা অ্যাথলিট। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬।
টোকিও প্যারালিম্পিক্সের প্রথম রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ৩৪ বছরের ভাবিনা। ক্লাস ফোর টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর সার্বিয়ার বরিস্লাভা রানকোভিচ পেরিচকে স্ট্রেট গেমে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেন ভাবিনা। ১১-৫, ১১-৬, ১১-৭ ফলে ম্যাচ জেতেন তিনি। সেমিফাইনালে বিশ্বের ৩ নম্বর চীনের ঝাং মিয়াও-কে হারিয়ে ফাইনালে ওঠেন ভাবিনা। তবে ফাইনালে হেরে গেলেও তাঁর লড়াই মনে রাখবে ভারতবাসী।
টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে মোনিকা বাত্রারা রীতিমতো হতাশ করেছেন। তবে প্যারালিম্পিক্সে মান রাখলেন ভাবিনা। ভাবিনা চতুর্থ শ্রেণিভুক্ত প্যারা অ্যাথলিট। এই শ্রেণির অ্যাথলিটরা সঠিকভাবে বসতে পারেন এবং দুটো হাতই সমানভাবে চালাতে পারেন। শুধুমাত্র শিরদাঁড়ার নীচের দিকে কিংবা সেরিব্রাল পলসিতে তাঁরা আক্রান্ত হন। ভাবিনা পদক জেতার পর তাঁর গুজরাতের বাড়িতে উৎসবের আমেজ।
Outstanding debut appearance from #IND Bhavina Patel at #Paralympics Bhavina Patel has created history by winning #Silver medal for #IND pic.twitter.com/Yv7AI347p1
— Doordarshan Sports (@ddsportschannel) August 29, 2021
গুজরাতের ভাডনগরে মেহসানা জেলার সুন্ধিয়া গ্রামে ১৯৮৬-তে ভাবিনাবেনের। এক বছর বয়সেই পোলিয়োয় আক্রান্ত হন তিনি। ছোট থেকেই সবসময়ের সঙ্গী হুইলচেয়ার। ২০০৭-এ বেঙ্গালুরুতে প্যারা টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হন। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ২০১১-য় তাইল্যান্ড ওপেন প্যারা টেবিল টেনিসে রুপো জেতেন গুজরাতের প্যারা অ্যাথলিট। ২০১৯-এ ব্যাংককে প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন।
There you have it!!! 🥈✨🇮🇳@BhavinaPatel6 wins the first medal of #Tokyo2020 @Paralympics for #IND !!!🏓
On our #NationalSportsDay 🎉#BhavinaPatel #silvermedal 🥈 #Praise4Para #Paralympics #UnitedByEmotion @Media_SAI @narendramodi @ianuragthakur @NisithPramanik @KirenRijiju pic.twitter.com/5yk4knCstg— Paralympic India 🇮🇳 (@ParalympicIndia) August 29, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি লিখেছেন, ইতিহাস রচনা করলেন ভাবিনা পটেল। ঐতিহাসিক রুপো জিতেছেন তিনি। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর জীবন সবাইকে জন্য অনুপ্রেরণা যোগাবে। তাঁর এই কৃতিত্ব আরও অনেক তরুণ-তরুণীকে খেলাধুলায় আসতে প্রেরণা জোগাবে। মোদি ফোনও করেন ভাবিনাকে।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে লিখেছেন, আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতা ভারতে গৌরব এনে দিয়েছে। এই অভাবনীয় কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাবিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা টুইটে লিখেছেন, এই ঐতিহাসিক জয়ের জন্য আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনার ভবিষ্যতের জন্য শুভ কামনা।
The remarkable Bhavina Patel has scripted history! She brings home a historic Silver medal. Congratulations to her for it. Her life journey is motivating and will also draw more youngsters towards sports. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
Bhavina Patel inspires the Indian contingent and sportslovers winning silver at #Paralympics. Your extraordinary determination and skills have brought glory to India. My congratulations to you on this exceptional achievement.
— President of India (@rashtrapatibhvn) August 29, 2021
Heartiest congratulations to Bhavina Patel for winning the silver medal at #TokyoParalympics.
We are extremely proud of you for this historic win! Wishing you the very best in all your future endeavours.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2021