কলকাতা: পূর্বাভাস আগেই ছিল। সেইমতো শুক্রবার বিকেলের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা মিলল কালবৈশাখীর। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়। এদিন কলকাতায়ও হালকা বৃষ্টিপাত হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার রাজ্যে বজায় থাকবে গরম। যার জেরে বারবে অস্বস্তির পরিমাণ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় এদিন আংশিক মেঘলা থাকবে আকাশ।শনিবার কলকাতায় সর্ব্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন : Amateur Photography: শখের ফটোগ্রাফিতে সেরা পুরস্কার, হাইকোর্ট কর্মীর কীর্তিতে বিস্মিত বিচারপতি
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪ তারিখ এটি শক্তি বাড়িয়ে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর জেরে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের ওই দিন আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের কোনও প্রভাব বাংলাতে পড়বে কি না তা এখনও জানা যায়নি।