কলকাতা: গরমে হাঁসফাঁস কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টি কবে হবে তার অপেক্ষায় গোটা রাজ্য। তবে আজও উত্তরবঙ্গের বেশকিছু জেলায় চলবে বৃষ্টি। বুধবার দক্ষিণবঙ্গেরও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গরমে কাহিল কলকাতাবাসীও। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় বাড়বে গুমোটভাব এবং অস্বস্তি।
আরও পড়ুন: Basirhat: সাইকেলের টায়ারের টিউব থেকে উদ্ধার সাড়ে ৩ কেজি রুপোর গহনা, গ্রেফতার ১
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এই রাজ্যে। তার জেরেই এই বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য জেলা-সহ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও বুধবার বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর।