কলকাতা: শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়েছে। তবে বৃষ্টির ঘাটতি এখনও মেটেনি। বিশেষ করে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে, কমবে বৃষ্টির সম্ভাবনা, বাড়েব আর্দ্রতাজনিত কষ্টও৷ সোমবার সকালে শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা রয়েছে ৩০ ডিগ্রিস কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। তবে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বর্ষণ হতে পারে। বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। ফলে দক্ষিণবঙ্গেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে যাবে।
আরও পড়ুন: বিস্ফোরণে মৃত্যু কারখানার মালিক কেরামত আলির
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে এমনই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির বেশি পরিমাণে সম্ভাবনা থাকছে ৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি৷
এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে উত্তরবঙ্গেও। উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছেন হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে৷ অবশিষ্ট জেলাগুলিতে বৃষ্টিপাত কমবে তাপমাত্রা বাড়বে ৷
হাওয়া অফিস জানাচ্ছে, ২৯ ও ৩০ অগস্ট অসম, মেঘাল, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরায় ব্যাপক বর্ষণ হতে পারে। ৩১ অগস্ট ওই এলাকা গুলির সঙ্গে ওড়িশারও বহু জায়গায় ব্যাপক বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।