কলকাতা: সোমবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে ২৬তম তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২১ জুলাইয়ের সমাবেশের মতো এই ছাত্র সমাবেশে টার্গেট লক্ষাধিক সমাগম।
রবিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন ছাত্র-ছাত্রীরা। ইতিমধ্যে দূরের জেলাগুলি থেকে বহু ছাত্রছাত্রী এসে গিয়েছেন। জেলায় জেলায় গত কয়েকদিন ধরেই এই সমাবেশের প্রস্তুতি চলেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা থেকে প্রায় ৪০ হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।
আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ-কাণ্ডে প্রথম গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলি
এদিকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল তৃণমূল ছাত্র সদস্য এবং সমর্থকেরা। সকালে শিয়ালদহগামী হলদিবাড়ি সুপার ফাস্ট এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং সমর্থকেরা। এই ছাত্র সমাবেশে নেত্রী কী বার্তা দেন, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।