কলকাতা: কলকাতার পাশাপাশি গোটা দেশেই জ্বালানির দাম বেশ চড়া। বিশেষজ্ঞেরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে কমতে পারে জ্বালানির দাম। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কি সস্তা হল পেট্রল, ডিজেল? কিন্তু জানিয়ে রাখি, এখনও তেমন কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে।
এবার দেখে নেওয়া যাক কলকাতায় জ্বালানির দাম কত?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.০৩ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৯২.৭৬ টাকা
কলকাতা শহরে গত প্রায় ৪৬৪ দিন ধরে জ্বালানির দাম কিন্তু স্থিরই রয়েছে। সেই বিচারে জ্বালানির দামের বিচারে সপ্তাহের প্রথম দিনে এটি নয়া রেকর্ডও। কারণ এর আগে কলকাতায় কখনই জ্বালানির দাম এতদিন টানা অপরিবর্তিত থাকেনি।
আরও পড়ুন: বাড়ছে অস্বস্তি, সেপ্টেম্বরে ভোল বদল আবহাওয়ার!
দেখে নেওয়া যাক দিল্লির কী অবস্থা, জ্বালানির দাম কত সেখানে?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৭২ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৮৯.৬২ টাকা
মুম্বইয়ে জ্বালানির কী দাম কত, দেখে নিন
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.৩১ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৯৪.২৭ টাকা
চেন্নাইয়ে আজ জ্বালানির দাম জেনে নিন
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০২.৮৬ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৯৪.৪৬ টাকা।
বেঙ্গালুরু জ্বালানির মূল্য জানেন?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০১.৯৪ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৮৭.৮৯ টাকা।
লখনউয়ে আজ জ্বালানির দাম কত, চলুন জেনে নেওয়া যাক
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৫৭ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৭৬ টাকা।
এবার জেনে নেওয়া যাক জয়পুরে আজ জ্বলানির দাম কত?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৮.৪৩ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৯৩.৬৭ টাকা।
গুরুগ্রামে আজ জ্বালানির দাম কত জানেন?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৮৪ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৭২ টাকা।
চন্ডিগড়ে আজ জ্বলানির দাম কত?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.২০ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৮৪.২৬ টাকা।
নয়ডায় আজ জ্বলানির দাম কত জানেন?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৭৯ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৮৯.৯৬ টাকা।