কলকাতা: লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবসে ওই আশঙ্কা করে মমতা বলেন, এরকম প্রতিহিংসার রাজনীতি করতে আগে কোনও সরকারকে দেখিনি। আমরা ফোনে অভিষেককে নিয়ে হুমকি দেওয়া মেসেজ পাঠানো হয়েছে। আমাকে একজন ফোনে মেসেজে জানিয়েছে অভিষেককে নাকি ভোটের আগে গ্রেফতার করা হবে। এরপরই মমতা বলেন, যে যা খুশি করুক, আমরা মাথা নত করব না। তার আগে অভিষেকও বলেন, আমাদের মেরুদণ্ড বাঁকানো যাবে না। কোনও চাপের কাছে নতি স্বীকার নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণ দিন। এক ঘণ্টার মধ্যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠব।
এদিন মমতার ভাষণে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থায় ইডির অভিযানের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ওদের কম্পিউটারে যাছিল, সব নিয়ে নিয়েছে। বাইরে থেকে ফাইল ডাউনলোড করে কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, তোমরা যদি কম্পিউটারে ওস্তাদ হও, আমরাও ওস্তাদ। তথ্যটি বার করে নিয়েছি। তোমরাই যে ওই ফাইল ডাউনলোড করেছ তা আমরা বুঝতে পেরেছি। যিনি ডায়েরি করেছেন, তাঁকেও গ্রেফতার করে নেবে বলছে।
তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। তিনি বলেন, আমার জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাব, সরিয়েছি। আজ আমাদের লড়াই দিল্লি থেকে বিজেপিকে হঠানো। তা করেই ছাড়ব। তাঁর অভিযোগ, ধূপগুড়িতে সামান্য একটা বিধানসভার উপনির্বাচন। শুনছি, সেখানকার সমস্ত হোটেল বিজেপি বুক করে নিয়েছে। আমার তো মনে হচ্ছে ওরা না ডিসেম্বরেই লোকসভা ভোট করে দেয়। আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই লোকসভা ভোট করে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন: রাজনৈতিক নেতারা একা নন, পুলিশ-সাংবাদিকও টাকা তোলেন, বিস্ফোরক দাবি মমতার
নাম না করে এদিন মোদিকে খোঁচা দিয়ে মমতা বলেন, চন্দ্রযানের অবতরণ টিভিতে দেখতেই পারলাম না। আমিও টিভির সামনে বসেছিলাম। সফ্ট ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং,কিছুই বুঝলাম না। অবতরণের সময় একজনের ভেসে উঠল, সিনি সমানে বক্তৃতা দিয়ে গেলেন। বাধ্য হয়ে টিভি বন্ধ করে দিতে হল।
তিনি বলেন, দলিতদের উপরে অত্যাচার চরমে পৌঁছে গিয়েছে, ওরা মুখ খুলতে ভয় পাচ্ছে৷ এরা মনে করে সারা দেশে শুধু বিজেপিই থাকবে, বাকি সবার দোকান বন্ধ হয়ে যাবে৷ আপনারা সবাই পরাধীনতার রাজত্বে৷ আগামী দিনে শুধু ওরাই থাকবে, সংবিধান উঠিয়ে দেবে৷ বিজেপিকে না সরাতে পারলে দেশটা ঘৃণা-হিংসায় ভরে যাবে৷ ২০২৪-এ যে কোনও মূল্যে বিজেপি-কে হারাতেই হবে৷ তা না পারলে কেউ দেশে থাকতে পারব না৷