কলকাতা: বাংলায় সবুজ ঝড়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote 2023) প্রতিটি স্তরেই শাসকের আধিপত্য। সর্বত্রই জয়ী তৃণমূল (TMC)। বুধবার রাত পর্যন্ত গণনা চূড়ান্ত হওয়ার পর যে ফল (Result) পাওয়া গিয়েছে তাতে ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে ২৬৪১টি গ্রাম পঞ্চায়েত। বিজেপি পেয়েছে ২৩০টি গ্রাম পঞ্চায়েত। কংগ্রেস ১১টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে। বামেরা ১৯টি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে। অন্যান্যরা ১৪৯টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে। ত্রিশঙ্কু হয়েছে ২৬৭টি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতিতে ৩৪১টির মধ্যে তৃণমূল পেয়েছে ৩১৩টি। বিজেপি পেয়েছে ৭টি পঞ্চায়েত সমিতি। বামেরা ২টি পঞ্চায়েত সমিতি পেয়েছে। অন্যান্যরা ৯টি পঞ্চায়েত সমিতি পেয়েছে। ত্রিশঙ্কু হয়েছে ১১টি পঞ্চায়েত সমিতি। জেলা পরিষদে মোট আসন ছিল ৯২৮টি। তার মধ্যে তৃণমূল পেয়েছে ৮৮০টি। বিজেপি ৩১টি, কংগ্রেস ১৩টি, বামেরা ২টি, অন্যান্যরা ২টি আসনে জয়ী হয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) নিজেদের শক্ত ঘাঁটি থেকেই খালি হাতে ফিরতে হল বিজেপিকে। লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গে (North Bengal) বিজেপির (BJP) পায়ের তলার শক্তমাটি কিছুটা হলেও ক্ষয় হতে শুরু করেছে। রাজ্যের ১৩টি জেলায় জেলা পরিষদে বিজেপি শূন্য হয়ে গেল৷ পঞ্চায়েত নির্বাচনের ফল বলছে, রাজ্যের ১৩টি জেলা পরিষদে খাতাই খুলতে পারেনি বিজেপি৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের চার জেলাও৷
আরও পড়ুন: WB | Weather | দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, বাড়বে অস্বস্তি
উত্তরের চার জেলা পরিষদের কোনও আসনে জয় পায়নি বিজেপি৷ এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপি-র সাংসদ রয়েছেন৷ উত্তর-দক্ষিণ দিনাজপুরে লোকসভা -বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে গেরুয়া শিবির৷ সেখানেও বিজেপি শূন্য৷ এই সব জেলায় বিজেপির দাপট থাকলেও কেন জেলা পরিষদে খাতা খুলতে ব্যর্থ হল সেই প্রশ্নই উঠেছে বিজেপির অন্দরে। এই বিষয় বিজেপি-র কাছে চিন্তার কারণ তো বটেই৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল অনেকটাই পুনরুদ্ধার করেছে তৃণমূল৷ পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা নিজেদের দখলে রাখল শাসকদল। ভোটের ফলাফল জঙ্গলমহল সহ গোটা দক্ষিণবঙ্গেই লোকসভা নির্বাচনে বিজেপির শক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।