নয়াদিল্লি: করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামাল দেওয়া গেলেও বড় ধাক্কা দিয়েছে দ্বিতীয় ঢেউ। যার শক্তি ছিল আগের থেকে অনেক বেশি। সেই রেশ না কাটতেই কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। আর এই অবস্থায় আশঙ্কা তৈরি হয়েছে করোনার টিকাকরণ নিয়ে। টিকা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন্দ্র। যার তীব্র প্রতিবাদ জানাল বাংলার শাসকদল তৃণমূল।
আরও পড়ুন- পেগাসাস কেলেঙ্কারিতে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মল্লিকার্জুন
চলতি সপ্তাহের সোমবার থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই ওই অধিবেশনে করোনা সংক্রান্ত প্রশ্ন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘ সময়ে মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা। লোকসভা দুই দিনের জন্য মুলতুবি করা হয়েছে। পরে রাজ্যসভা চালু হলে সেখানে কড়া প্রশ্নবাণে কেন্দ্রকে বিদ্ধ করে তৃণমূল। যথাযথ উত্তর না পেয়ে সংসদের উচ্চকক্ষ থেকে ওয়াক আউট করলেন ঘাস ফুলের সাংসদেরা।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী করোনা সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি। রাজ্যসভায় বিতর্কের সময়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন করছিলেন যে চলতি বছরের শেষ দিনের মধ্যে কতজনের টিকাকরণ সম্পন্ন করা সম্ভব হবে? কেন্দ্র এই প্রশ্নের যে জবাব দিয়েছ তাতে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূলের সাংসদেরা।
তৃণমূল সাংসদ তথা মুখপাত্র ডেরেক জানতে চেয়েছিলেন যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের কত শতাংশ মানুষের শরীরে টিকাকরণ করা সম্ভব হবে? তার মধ্যে প্রথম ডোজ কত জন পাবেন? আর দ্বিতীয় ডজ অর্থাৎ কত জনের শরীরে সম্পূর্ণ টিকা প্রবেশ করবে?
সরকারের পক্ষ থেকে কোনও সংখ্যা জানানো হয়নি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের সাংসদেরা। সেই ক্ষোভ থেকেই রাজ্যসভার অধিবেশন ওয়াক আউট করেন তাঁরা। কেন্দ্রের পক্ষ থেকে আগে দাবি করা হয়েছিল যে চলতি বছরে সমগ্র দেশে ১০০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হয়ে যাবে। পরে অবশ্য সুর নরম হয়েছে কেন্দ্রের।