বগুলা: যাদবপুর-কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bengal Education Minister Bratya Basu),অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। মৃত ছাত্রের বাবা-মার সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী তাঁদের এই আশ্বাস দেন । মৃতের মাকে ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ভয় পাবেন না, আপনার ছোট ছেলেকে কলকাতায় পড়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওকে দেখবেন।
বুধবার দুপুরে বগুলায় মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলতে আসে প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তিন মন্ত্রী এবং এক সাংসদ। প্রতিনিধি দলকে মৃতের মা কান্নায় ভেঙে পড়েন ওই মৃত ছাত্রের মা। মৃতের মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন সায়নী। মৃতের মা কাঁদতে কাদতে বলেন, যাদবপুরে পড়তে চাইত ছেলে। বলত, ওখানে ভর্তি করাবে তো মা?
আরও পড়ুন: তিন ছাত্র সংগঠনে সংঘর্ষে ধুন্ধুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়
শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেন, গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন । দোষীদের কেউ ছাড় পাবেন না। পাশাপাশি ওই বাড়ির ছোট ছেলের পড়াশোনার বিষয়টি তাঁরা দেখবেন বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। ওই মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ছেলের মৃত্যুর বিচার পাবেনই।
গত বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে যান বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ওই বিল্ডিংয়ের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় বাংলা ওই ছাত্রকে। বৃহস্পতিবার ভোরে শহরের বেসরকারি হাসপাতালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ছাত্রের বাবা র্যাগিংয়ের অভিযোগ তুলেছে। ইতিমধ্যে এই ঘটনায় মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিন অফ স্টুডেন্টসকে তলব করা হয়েছে লালবাজারে।