নয়াদিল্লি: আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাকে সমর্থন করবে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে এমনটাই জানাল তৃণমূল। এদিন তৃণমূলের হয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সুখেন্দুশেখর রায় এবং মহুয়া মৈত্র। তৃণমূল ছাড়াও এদিন ৩১ টি বিরোধী রাজনৈতিক দলের ৩৭ জন নেতা অংশগ্রহণ করেন ‘আফগানিস্তান বিষয়ক বৈঠকে। ’
বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে আফগান নীতিতে কেন্দ্রকে ‘ওয়েট অ্যাণ্ড ওয়াচ’ অর্থ্যাত ‘ধীরে চলো নীতি’ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও কর্মসূত্রে বহু ভারতীয় ওই দেশে বসবাস করতেন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে উদ্যোগী হয় সাউথ ব্লক। পরিস্থিতির ওপর নজর রেখে আফগানিস্তান আটকে থাকা ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্য কেন্দ্রকে আর্জি জানায় তৃণমূলের কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।
আরও পড়ুন: আফগানদের বন্ধুত্বের গুরুত্ব দেবে ভারত: বিদেশমন্ত্রী
পাশাপাশি, আগামীদিনে আফগানিস্তান বিশেষ করে সেদেশের সাধারন মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারতের চলা উচিত বলেই মনে করে তৃণমূল।
সর্বদলীয় বৈঠকে বিরোধী নেতৃত্ব
আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে সেখানে। এমন অবস্থায় সেখানে উদ্ধারকাজ চালানো নিয়ে প্রতিকূলতা ততই বাড়ছে। রাশিয়া, চীন তালিবানকে সমর্থন জানালেও আফগানিস্তান ইস্যুতে ভারত প্রথম থেকেই তালিবান উত্থানের বিষয়টিকে স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু ভারত যদি তাদের বিরোধীদের সাহায্যে করে তাহলে ফলাফল ভালো হবে না।‘ এই মর্মেই কিছুদিন আগে ভারতকে কার্যত হুশিয়ারি দেয় তালিবান। এমন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই জাতীয় নিরাপত্তার বিষয়টি চিন্তার হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের। সেই প্রেক্ষিতেই বিরোধীদের অবস্থান জানতে এই বৈঠক ডাকে কেন্দ্র। কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীযুষ গোয়েল।
বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বস্ত্র মন্ত্রী পীযুষ গোয়েল
Briefed the Floor Leaders of all political parties today on Afghanistan.37 leaders from 31 parties attended. Thank them all.
There is longstanding national sentiment on Afghanistan. Therefore there is national concern now at developments.We are gathered with a national spirit.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 26, 2021
আরও পড়ুন: মার্কিন সেনা প্রত্যাহার পিছোলে কাবুলে তালিবান হামলা, সতর্কতা জারি ব্রিটিশ গোয়েন্দাদের
এই বৈঠকের পর বিরোধী নেতাদের ধন্যবাদ জানিয়ে টুইট করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক যে ইতিবাচক হয়েছে, তাঁর টুইটে সেই ইঙ্গিতই প্রকাশ পায়। অতীতে পেগাসাস থেকে জ্বালানীর দাম বৃদ্ধি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সর্বদা সরব হয়েছে তৃণমূল। কিন্তু বর্তমানে আফগানিস্তানে তালিবান উত্থানের পর স্বাভাবিকভাবেই বড় হয়ে দাঁড়িয়ছে জাতীয় নিরাপত্তার বিষয়টি। তাই সেই ক্ষেত্রে বিরোধিতার পথে না হেঁটে কেন্দ্রের পাশে তৃণমূল যেভাবে দাঁড়াল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছ বিশেষজ্ঞমহল।