কলকাতা: ভোটগণনার শুরু থেকেই মঙ্গলবার রাত পর্যন্ত বঙ্গে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। এ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, উত্তরে বিজেপির মাটির কেল্লা ধূলিসাৎ হতে চলেছে। অন্যদিকে, দক্ষিণের গ্রামবাংলায় ঘাসফুলেরই জয়জয়কার। জঙ্গলমহলও এবার নিরাশ করেনি উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাত ১২টা পর্যন্ত ভোটগণনার গতিপ্রকৃতি হল, গ্রাম পঞ্চায়েতের ৩১৫২৬ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। এগিয়ে রয়েছে ১৩২৩ আসনে।
এদিকে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জয়ী ৩৫২৩ আসনে, এগিয়ে ৪২৫টিতে। বিজেপি জয়ী ৪৩৬টিতে, এগিয়ে ৯২টিতে। সিপিএম জয়ী ৯৬টিতে, এগিয়ে ২৮টিতে। কংগ্রেস জয়ী ৯০টিতে এগিয়ে ১৫টিতে।
উত্তরবঙ্গে (North Bengal) এবার ভালো ফল তৃণমূলের (TMC)। গত লোকসভায় উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি (BJP)। সেখানে এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) দেখা যাচ্ছে ছবিটা পাল্টে গিয়েছে। উত্তরবঙ্গের গ্রাম বাংলার বড় অংশ তৃণমূলের দখলে এল। অন্তত মঙ্গলবার রাত পর্যন্ত ভোটের যে প্রবণতা দেখা গিয়েছে তাতে সেই ছবিই ধরা পড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তৃণমূলের জয়ের খবর সামনে এসেছে। সেই ধারা বজায় থেকেছে পাহাড়েও (Hill)। মঙ্গলবার ভোটের গণনা শুরু হওয়ার পর থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সমর্থন থাকা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (BGPM) জয়ের খবর মেলে। বিজেপি, হামরো পার্টি এবং নির্দলরা কিছু আসনে জয়ী হয়েছে। তবে গ্রামের সিংহভাগই অনীতের দলের দখলে যায়। দলের এই জয়ে খুশি অনীত বলেন, জিটিএ ছিলই, এবার পঞ্চায়েত হাতে আসায় কাজ করতে আরও সুবিধা হল। উল্লেখ্য, পাহাড়ে দার্জিলিংয়ে ৭০টি ও কালিম্হংয়ে ৪২টি পঞ্চায়েতের আসন রয়েছে।