নয়াদিল্লি: ভিন রাজ্য ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছে তৃণমূলের কর্মীরা। সেই সঙ্গে করোনা বিধি অমান্য করার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। যার কারণে তড়িঘড়ি ওই রাজ্যে ছুটে গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কড়া আইনি লড়াইয়ের পরে মিলেছে জামিন। এবার ওই ইস্যু নিয়ে সংসদে সরব হতে চলেছে তৃণমূল।
আরও পড়ুন- পাক কূটনীতিকের সঙ্গে নৈশভোজ, রাষ্ট্রের রোষে মহিলা সাংবাদিকেরা
সূত্রের খবর, সোমবার সংসদের দুই কক্ষে ত্রিপুরা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবে তৃণমূল। কেন্দ্র এবং ত্রিপুরা দুই জায়গাতেই সরকার চালাচ্ছে বিজেপি। সংসদ কক্ষের বাইরেও জারি থাকবে তৃণমূলের বিক্ষোভের রেশ। কারণ, সংসদের চত্বরের ভিতরে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পরকল্পনা করেছে তৃণমূল। সোমবার ঘাস ফুলের সকল সংসদেরা ওই বিক্ষোভে অংশ নেবেন বলে জানা গিয়েছে সূত্র মারফত।
আরও পড়ুন- ১২ বছর পরে হিন্দু ধর্ম গ্রহণ মুসলিম পরিবারের
পেগাসাস নিয়ে উত্তপ্ত হয়েছে সংসদের বাদল অধিবেশন। নিত্যদিন বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। বিজেপি বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলকে। সোমবার একই ঝাঁঝ দেখা যাবে ঘাস ফুল শিবিরের সাংসদদের। এখন তাঁদের নয়া অস্ত্র ত্রিপুরা।
আরও পড়ুন- তালিবানদের দখলে গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ, জেল থেকে মুক্ত বন্দীরা
রবিবার সকালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ধর্মনগরে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূলের নেতা কর্মীরা। তৃণমূলের অভিযোগ, রাস্তায় তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। গাড়িতে হামলা চালানোর হয়। ইটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা।
ওই কর্মসূচি থেকে ফেরার পথেও তাঁদের আবারও আক্রমণ করা হয়, এমনটাই অভিযোগ জোড়াফুল শিবিরের। তৃণমূলের দাবি, দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তদের পিছু নেয় বিজেপির বাইকবাহিনী। খোয়াই মহকুমার পাহাড়ি এলাকায় গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এরপরে বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গের অভিযোগে তৃণমূলের ১৪ জন যুব নেতা ও কর্মীকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুন- টিকার আকাল, রবিবার সন্ধ্যে থেকে লম্বা লাইন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে
ত্রিপুরার তৃণমূলের নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয় এবার সংসদে তুলতে চলেছে জোড়াফুল শিবির। সোমবার সংসদে ত্রিপুরা ইস্যুতে সরব হবে তৃণমূল। সূত্রের খবর, ত্রিপুরা ইস্যুতে অন্যান্য বিরোধী দলগুলিকে পাশে পেতে পারে তৃণমূল। এর ফলে পেগাসাসে বিদ্ধ বিজেপির ওপর চাপ আরও বাড়বে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।