ত্রিপুরা: তৃণমূল যুব নেতৃত্বকে আক্রমণ। ত্রিপুরার আমবাসায় ভাঙচুর করা হল গাড়ি। ঘটনাস্থলে ইটের আঘাতে জখম হন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ্ত রাহা এবং জয়া দত্ত। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন যুব নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইট করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তৃণমূল নেতৃত্বর উপর আক্রমণ প্রামণ করছে ত্রিপুরায় গুণ্ডারাজ চালাচ্ছে বিপ্লব দেবের সরকার। “আপনার অত্যাচারই অমানবিকতার প্রমাণ। যা খুশি করে নিন। ত্রিপুরায় তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।” জানা গেছে, ধর্মনগরে একটি কর্মসূচীতে যোগদান করার কথা ছিল তৃণমূল যুব নেতৃত্বের। অভিযোগ, রাস্তায় আতর্কিতে তাঁদের উপর চড়াও হল একদল দুষ্কৃতী। প্রথমে গাড়িতে ইট মারা হয়।
https://twitter.com/abhishekaitc/status/1423942459562758146
আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপিকে হটাতে বাম-কংগ্রেসকে জোটে আহ্বান করল তৃণমূল
এরপর লাঠি, রড দিয়ে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা। পুলিশকে ঘটনার কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। ঘটনা ফেসবুকে লাইভ করে তুলে ধরেন দেবাংশু ভট্টাচার্য। লাইভ ভিডিও-তে দেখা যায়, আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে পড়েছে।
পুরো ঘটনায় সরাসরি BJP-র দিকে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। আঘাত পেয়ে মাটিতে বসে পড়তে দেখা যায় সুদীপ রাহাকে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, একটি বাইক বাহিনী বেশ কিছুক্ষণ ধরে তৃণমূল যুব নেতৃত্বকে অনুসরণ করছিল। তিনি বলেন, সুযোগ পেয়ে হামলা চালানো হয়। তবে এভাবে তৃণমূলকে আটকানো যাবে না।