কলকাতা: কেন্দ্রে বিজেপি (BJP) ও রাজ্যে তৃণমূলের (TMC) বিরুদ্ধে সমানভাবেই লড়াই চলবে। বার্তা স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury)। সোমবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বক্তা হিসেবে প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী বিজেপির পাশাপাশি তৃণমূলকেও তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় কংগ্রেসের পুনরুত্থান হচ্ছে। তাই তৃণমূল এখন কংগ্রেসের পা ধরে বাঁচতে চাইছে। সাগরদিঘি দেখিয়ে দিয়েছে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন না। শেষ কথা বলতে পারে কংগ্রেসও। সভায় আসা ছাত্র নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বলে যাই, বাংলায় একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
উলি্লেখ্য, কিছুদিন আগেই তিনি বলেছিলেন, তাঁদের পুকুরের কথা ছেড়ে নদীর কথা ভাবতে হবে। বাংলার চেয়ে বেশি করে দেশের কথা ভাবতে হবে। উল্লেখ্য কংগ্রেস, তৃণমূল উভয়েই ইন্ডিয়া জোটের সদস্য। তখনই এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অধীর চৌধুরী ঠিক কী বলতে চাইছেন তা নিয়ে ধন্দে ছিলেন সাধারণ কংগ্রেস কর্মীরা। এদিনের সভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরব হন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তিনি বলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যত দিন কংগ্রেসে ছিলেন ততদিন বিজেপি তাঁকে বলত দুর্নীতিগ্রস্ত। যেই তিনি বিজেপিতে গেলেন অমনি সাধু হয়ে গেলেন। যে নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত করছিল তাঁরা বিজেপিতে যাওয়ার পর ইডি রাস্তা ভুলে গিয়েছে।
আরও পড়ুন: নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেবেন না, রাজ্যপালকে মুখ্যমন্ত্রী
অন্যদিকে, এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একাংশের পুলিশ ও সাংবাদিকের উপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার সভামঞ্চ থেকে মমতা বলেন, অপরাধীরা অপরাধ করছে। আর চোখ বুজে পুলিশ দেখছে। সব পুলিশ নয়। আমি যেমন অ্যান্টি র্যািগিং কমিটি তৈরি করেছি, তেমন অ্যাসন্টি কোরাপসন সেল তৈরি করেছি। আমরা নজর রাখছি দেখার জন্য। আইন না থাকা সত্ত্বেও তাদের কাজ থেকে কেন টাকা নেবেন বলেও প্রশ্ন তোলেন মমতা।