হরিরামপুর: দক্ষিণ দিনাজপুরের (Dakhin Dinajpur) হরিরামপুর (Harirampur) পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) স্থায়ী সমিতি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের গোষ্ঠী কোন্দলে শোরগোল হরিরামপুরে।
তৃণমূল জেলা সভাপতি মৃনাল সরকারের দাবি, দলগতভাবে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য জাকির হোসেনকে দলনেতা হিসেবে ঘোষণা করা হয়। সেই মর্মে তিনি উপস্থিত হয়ে দলগত নাম প্রকাশ করতেই অন্য দিক থেকে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের প্যাডে থাকা নাম ঘোষণা করে। আর এই ঘটনার ফলেই শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: আজ মধ্যরাতে পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যপালের
প্রশাসনিকভাবে এক পদের জন্য দুটি জন্যে নাম চলে আসায় ভোটাভুটির মাধ্যমে সমাধানের পথ খোঁজেন। যদিও ভোটাভুটির আগেই পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য ভোটাভুটি থেকে বিরত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এই খবর তৃণমূল জেলা সভাপতির কানে পৌঁছতেই রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও তার ভাই চিরঞ্জিত মিত্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
যদিও গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছেন হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া। তিনি বলেন সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে স্থায়ী সমিতি গঠনের কাজ। শনিবার স্থায়ী সমিতির কমিটি গঠনের জন্য সকাল থেকে হরিরামপুর ব্লক চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।