বর্ধমান ও কাকদ্বীপ: পঞ্চয়েত ভোটের (Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। সোমবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের (Shaktighar) বড়শুলের উত্তেজনার ছবি সামনে এসেছে। ব্যাপক ইটবৃষ্টি। মোটা লাঠি নিয়ে দু পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধেঁ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাশাপাশি ইট লেগে মাথা ফাটে শক্তিগড় থানার ওসির।
ঘটনার পরেই বিশাল পুলিশ ফোর্স পাঠানো হয় ঘটনাস্থলে। ঘটনায় শক্তিগড় থানার ওসি সহ আরও দুজন পুলিশ কর্মী জখম হন বলে জানা যায়। ইট বৃষ্টির কারণে অনেকেই আহত হন বলে জানা গিয়েছে। কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
এদিকে মনোনয়নপত্র জমা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কাকদ্বীপ। সিপিআইএম প্রার্থীদের নমিনেশনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পরেই প্রতিরোধ গড়ে তুলতে সিপিআইএম কর্মী সমর্থকরা লাঠি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের তাড়া করে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ, তৃণমূলের কিছু কর্মী, সমর্থকদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর তুমুল অশান্তি লেগে যায় দুই পক্ষের মধ্যে। মুহুর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় ব্লক অফিস চত্বর। পুলিশের সামনেই ইট বৃষ্টি শুরু হয়ে যায়। নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। পরে আরও পুলিশ বাহিনী মোতায়েন হয় ঘটনাস্থলে।
প্রসঙ্গত, এর আগে মুর্শিদাবাদ জেলার ডোমকলে রণক্ষেত্রের চেহারা নেয় নমিনেশন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সিপিএম এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তুমুল মারপিট, অশান্তি, লাঠালাঠি শুরু হয়। নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।