পুরুলিয়া: মনোনয়ন পর্বে সাড়া রাজ্যজুড়ে আশান্তির ছবি ধরা পড়েছে, ঝরেছে রক্ত, আবার কোথাও শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বও দেখা দিয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে ইতিমধ্যেই মামলা গড়িয়েছে হাইকোর্টে। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এর মাঝেই ভিন্ন ছবি ধরা দিল জঙ্গলমহলে। যেখানে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্য অশান্তি আগুনে তপ্ত সেখানে পুরুলিয়ায় কোনরকম অশান্তি হচ্ছে না দাবি শাসক-বিরোধী উভয় পক্ষের।
পুরুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নেই মনোনয়নপত্র জমা দেওয়া হয় সোমবার থেকে। পুরুলিয়া সদর রঘুনাথপুর, মানবাজার ও ঝালদা মহকুমাশাসকের কার্যালয়ে জেলা পরিষদ, ব্লকে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন পত্র দাখিল করেন জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তার ছিল আঁটোসাঁটো। মনোনয়নপত্র গ্রহণ কেন্দ্রের পার্শ্ববর্তী এক কিলোমিটার অবধি পুলিশের কড়া নজরদারি এদিন দেখা যায়।
আরও পড়ুন: Panchayat Election 2023 | চাপে কি না, মনোনয়ন প্রত্যাহারে কারণ জানাতে হবে কমিশনকে
পুরুলিয়ায় শান্তিপূর্ণ ও অবাধে বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গিয়েছে এদিন। সেকথা তাঁরাই জানান পুরুলিয়া ২ ব্লকের অন্তর্গত জেলা পরিষদের তিনটি আসনে সিপিএম প্রার্থীরা। তারা জানান, কোনও রকম বাধা বা হুমকি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখে তাঁরা পড়েননি। তবে, ভোটের আগে দিন থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার পরেও কেউ যদি তা প্রত্যাহার করে নিতে চান, তবে তার উপযুক্ত কারণ দেখাতে হবে, সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জেলাশাসকদের চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করতে বলেছে কমিশন। প্রত্যেক প্রার্থীকেই মনোনয়ন প্রত্যাহারের জন্য সঠিক কারণ জানাতে হবে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যের নানা প্রান্তে জোর করে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। সেই আবহেই কারণ দর্শানোর নির্দেশ দিল কমিশন।