কলকাতা: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়ির সামনেই ঘটে এই হামলা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুশান্ত। হামলার এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন তুলেছে। সূত্রের খবর অনুযায়ী, ওই সময় সুশান্ত ঘোষ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা একটি বাইক চেপে এসে দুষ্কৃতীরা তাঁর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালানোর চেষ্টা করে। প্রথমবার গুলি না বেরোনোয়, তারা পুনরায় গুলি ছোড়ার চেষ্টা করে। তবে ধাক্কাধাক্কির মধ্যে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির দরজায় লাগে।
আরও পড়ুন: সপ্তাহান্তে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া ব্রিজ
ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতীদের মধ্যে একজনকে অস্ত্র-সহ আটক করা হয়েছে। তবে কারা এই হামলা চালাল এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
দেখুন আরও খবর:
The post ভর সন্ধ্যায় শুটআউট! কসবায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর first appeared on KolkataTV.
The post ভর সন্ধ্যায় শুটআউট! কসবায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর appeared first on KolkataTV.