খড়দহ: সাতসকালেই উত্তেজনা খড়দহে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শোভন।
তৃণমূলের অভিযোগ, খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে ‘বাধা’ দেয় বাহিনী। শোভনবাবুর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা অতিসক্রিয় ভূমিকা পালন করছেন। জওয়ানরা ভোটারদের থেকে জোড়া টিকাকরণের সার্টিফিকেট চাইছেন। কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভ্যাকসিন সার্টিফিকেট চাইছেন তা নিয়ে ক্ষোভ উগরে দেন শোভন।
উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মৃত্যু হওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। ভোটের ফল প্রকাশের আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তিনি ২৮১৪০ ভোটে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে হারান।
আরও পড়ুন: খড়দহের বেশ কিছু জায়গায় ইভিএম বিভ্রাট, স্বাভাবিক রয়েছে ভোট প্রক্রিয়া
বাংলার চার কেন্দ্রে (শান্তিপুর, খড়দহ, দিনহাটা, গোসাবা) আজ, শনিবার উপনির্বাচন চলছে। শান্তিপুর কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৫৫। মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২০ শতাংশ। এই কেন্দ্রে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ রয়েছে৷
খড়দহ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫, পোলিং স্টেশন ১৬৬, মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭।
আরও পড়ুন: আজ চার কেন্দ্রে ভোট গ্রহণ, প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর থাকুক কলকাতা টিভি ডিজিটালে
দিনহাটা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৪১৭। ২০৯টি বুথে থাকছে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। স্পর্শকাতর বুথ রয়েছে ৫১টি। ২৭ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ১৩৬ জন অফিসার সহ মোট ৯০৩ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন। ভোট কর্মী ১৬৬৮ জন।
গোসাবা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার ৮ জন। মোট বুথের সংখ্যা ৩৩০। প্রতিটি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী ও একজন করে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। মোট ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের দায়িত্ব সামলাচ্ছেন।