কুলতলি: বাসন্তীর পর এবার কুলতলি (Kultali)। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার চলাকালীন তৃণমূলের (TMC) প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। অভিযোগের তির সিপিএম এবং এসইউসির দিকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীকে উদ্ধার করে কুলতলি থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলতলির (Kultali) মেরিগঞ্জ এলাকায় সোমবার সন্ধ্যা নাগাদ পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি। তিনি মেরিগঞ্জ ১ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের (GP) প্রার্থী। প্রচার সেরে রাতে ফেরার পথে কুলতলির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লেগে জখম হন তিনি। প্রথমে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। প্রার্থীর উপর এই হামলার নেপথ্যে সিপিএম এবং এসইউসির হাত রয়েছে বলে অভিযোগ শাসকদলের। যদিও গুলি চালনোর ঘটনা অস্বীকার করেছে দুই বাম দলই। তাদের অভিযোগ, নিজেদের গুলিতেই আহত হয়েছেন ওই তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন:Panchayat Election 2023 | TMC Inner Clash | ফের উত্তপ্ত বীরভূম, শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৪
এদিকে সোমবার বেশি রাতে বাসন্তীতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। খগেন খুটিয়া নামে গুরুতর জখম হন শাসকদলের ওই কর্মীকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, বিজেপির বিরুদ্ধে। নফরগঞ্জের চৌরঙ্গিতে খগেন সহ অন্য তৃণমূল কর্মীরা ভোটের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী খগেনকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর পায়ে লাগে। যদিও বিজেপি দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।