বীরভূম: নির্দল প্রার্থীর দুই সমর্থককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত দুই নির্দল প্রার্থীর সমর্থকের নাম আইনাল শেখ ও সানুর আলম। আইনাল শেখ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। আহত দুজনেরই নলহাটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার আটগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আইনাল ও সাইনুর মোটর সাইকেলে আট গ্রামে আসছিলেন। অভিযোগ, সেই সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল তাঁদের ঘিরে ধরে। ব্য়াপক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের দাবি, তরোয়াল দিয়ে মাথায় কোপ মারা হয়। এদিকে মারধরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Basanti | বাসন্তীতে একের পর এক তৃণমূলের ভুয়ো ক্যাম্প ভাঙল পুলিশ
এদিকে নির্দল প্রার্থীর সমর্থকদের বোমাবাজি ও তাঁদের হাতে মার খেয়ে মাথা ফাটল তৃণমূল প্রার্থীর। আহত প্রার্থীর নাম আবাদী মল্লিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বরের ২ নম্বর ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজা গ্রামে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই ঘটে বোমাবাজি বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনস্থলে পৌঁছেয় ময়ুরেশ্বর থানার পুলিশ। অশান্তির পর বন্ধ রয়েছে ভোটগ্রহণ।