Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
বিজেপির সন্ত্রাসে ঘরছাড়া তৃণমূল কর্মীরা
কাজল মাইতি Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১, ০৭:৫৯:০২ পিএম
  • / ৬৩৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লক৷ ভোটের আগে থেকেই অর্জুননগর, বরোজ, জুখিয়া, বাসুদেববেড়িয়া এবং ইটাবেড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মীরা ঘরছাড়া৷ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে চলতে থাকা লাগাতার হিংসার শিকার তৃণমূল কর্মীরা৷ অত্যাচারে গুরুতর জখম হয়েছে পনেরো বছরের এক কিশোর৷ বিজেপির তরফে এই হিংসার ছবি দেখিয়েই দাবি করা হয়েছিল, এরা নাকি বিজেপির কর্মী৷ তৃণমূল নাকি তাঁদের ওপর অত্যাচার চালিয়েছেন৷ ঘটনা সামনে আসতেই বোঝা গিয়েছে, পুরোটাই উল্টো৷ জানালেন, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁরা শান্তি চান৷ কলকাতা টিভিকে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণকুমার জানা৷

কোথায় গণতন্ত্রের রক্ষাকবচ? সভ্যতার এ হেন সঙ্কট কে-ই বা দেখেছে আগে৷ সঙ্কটের শুরু ২০১৪ থেকে৷ কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি৷ শুরু হয় গণতন্ত্রের নতিস্বীকার আর হিংসার বাড়বাড়ন্ত৷ না৷ বাংলায় ক্ষমতায় আসতে পারেনি বিজেপি৷ ভরাডুবিই হয়েছে৷ কিন্তু হারের পর মার হয়েছে লাগামছাড়া৷ আর মারমুখী বিজেপির সন্ত্রাসের বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি চোখে পড়ছে পূর্ব মেদিনীপুরে৷ শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে, তাঁরই অনুরাগীরা বর্বরতার শেষসীমায় পৌঁছে গিয়েছেন অনায়াসেই৷ ভোট পরবর্তী হিংসার নামে কত গলাই না ফাটিয়েছেন শুভেন্দু৷ অথচ, বিধানসভা ভোটের পর থেকে এই পূর্ব মেদিনীপুরেই বিজেপির সন্ত্রাস লাগামছাড়া৷ ভগবানপুরে ঘরে ফিরতে পারছেন না মানুষ৷ ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লক৷ ভোটের আগে থেকেই অর্জুননগর, বরোজ, জুখিয়া, বাসুদেববেড়িয়া এবং ইটাবেড়িয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মীরা ঘরছাড়া৷ ভগবানপুর বিধানসভার অন্তর্গত ৪০টিরও বেশি বুথে তৃণমূল পোলিং এজেন্ট বসাতে পারেনি৷ ভোটের ফল বেরনোর পর তৃণমূল কর্মীরা ঘরে ফিরতে শুরু করে৷ শুরু হয় নতুন সন্ত্রাস৷

ঘটনার পর এফআইআর করেছেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণকুমার জানা৷ সেই সমস্ত বিজেপি নেতাদের নাম লিখিতভাবে জানানো হয়েছে, যাঁরা এই হিংসার সঙ্গে যুক্ত৷ বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে চলতে থাকা লাগাতার হিংসার শিকার তৃণমূল কর্মীরা৷ ঘটনায় যুক্ত ১০ জন বিজেপি কর্মীর নাম এফআইআরে উল্লেখ করা হয়েছে স্পষ্ট৷ নাম করা হয়েছে ২০-র বেশি তৃণমূল কর্মীরাও, যাঁরা অত্যাচারে ঘরছাড়া৷ তাঁদের অপরাধ একটাই৷ তাঁরা তৃণমূলে ভোট দিয়েছিলেন৷ চলেছে অকথ্য নির্বাচন৷ গুরুতর জখম হয়েছে পনেরো বছরের এক কিশোর৷

কলকাতা টিভির প্রতিনিধি কথা বলেছিলেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে৷ বিজেপির তরফে এই ছবি দেখিয়েই দাবি করা হয়েছিল, এরা নাকি বিজেপির কর্মী৷ তৃণমূল নাকি তাঁদের ওপর ওপর অত্যাচার চালিয়েছে৷ ঘটনা সামনে আসতে বোঝা গেল পুরোটাই উল্টো৷ তাঁরা শান্তি চান৷ কলকাতা টিভিকে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণকুমার জানা৷

বন্দুকের নলই তো হয় শক্তির উৎস৷ আঁচ করা যায়, যদি বিজেপি বাংলার গদিতে বসত, তা হলে হয়তো বিদ্বেষজনিত অপরাধে উত্তরপ্রদেশে পরেই নাম থাকত পশ্চিমবঙ্গের৷ হয়তো দলিত, সংখ্যালঘুরা শিকার হতেন অত্যাচারের৷ শাসকের নির্লজ্জতার ইতিহাস গড়া হত আবার৷ না, সে যাত্রায় বেঁচে গিয়েছে বাংলা৷ কিন্তু কোণায় কোণায় বিজেপি নামের একটি দল তার বর্বরতার ছাপ রেখে যাচ্ছে৷ এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বড় বিস্ময় জাগে৷ ভয় হয়৷ যে কোনও সময় রাষ্ট্র যে কোনও কাউকে দাগিয়ে দিতে পারে রাষ্ট্রদোহীর তকমা৷ যে কোনও উপায়ে রাষ্ট্রের অপছন্দের কারও মুখ বন্ধ করে দেওয়া হবে৷ আর সেই মুখ বন্ধ করার ভাষা হবে ভয়ঙ্কর, মারা হতে হাতে৷ নিজেদের পরাভব ঢাকতে শরীরে বানিয়ে দেওয়া হবে দগদগে ক্ষত৷ আমরা দেখব, ‘গোপন হিংসা কপট রাত্রিছায়ে…’৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ওমানের বিরুদ্ধে লড়ে জিতল ভারত
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহানগরের মহাপুজোয় তেলেঙ্গাবাগান
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়া উপলক্ষে ব্লু ও গ্রিন লাইনে এবার আরও মেট্রো
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মোদির শান্তির বার্তার পরই মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে হামলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দ্রুত চার্জশিট দেওয়া হবে! রামপুরহাট হত্যাকাণ্ডে জানালেন পুলিশ সুপার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
কালিয়াগঞ্জ স্কুলপাড়ায় রক্তদান শিবির
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
বালুরঘাটে আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভ্যাল, কবে?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোয় পুলিশি নিরাপত্তা কেমন থাকবে? কী জানালেন জাভেদ শামীম?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সিদ্ধান্তে অনড় কুড়মি সমাজ, অবরোধ না করার আবেদন পুলিশের
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
জঙ্গিপুরে পুকুর ভরাট মামলায় বড় নির্দেশ হাইকোর্টের!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার বাকি ১ দিন, নির্বিঘ্নে তর্পণ সম্পন্ন করতে ঘাট পরিষ্কার কালনা পৌরসভার
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নামখানায় রাস্তার বেহাল দশা, বন্ধ পথশ্রী প্রকল্পের কাজ, পুজোর আগেই দুর্ভোগ এলাকাবাসীর
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েল থেকে আরও হেরন ড্রোন কিনছে ভারত!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
টানা বৃষ্টিতে চিন্তায় শিমুরালির মৃৎশিল্পীরা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পুজোয় কোন কোন দিন বৃষ্টি? ভাসবে কোন কোন জেলা?
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team